শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন

ইতিহাসে স্বৈরাচারের ফিরে আসার নজির নেই: মুহাম্মদ তাহের

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, “২০২৪-এর জুলাই বিপ্লবের সময় ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনকে রুখে দিতে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার দেশের মানুষকে লাশের মিছিল উপহার দিয়েছিল। শেষ পর্যন্ত মহান আল্লাহর ইচ্ছায় এবং ছাত্রদের আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের ফিরে আসার নজির নেই।” গতকাল শনিবার (২১ ডিসেম্বর) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে চৌদ্দগ্রাম এইচ জে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, “আওয়ামী লীগ বিগত ১৫ বছর ধরে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তারা যে পরিমাণ অন্যায়-অত্যাচার ও জুলুম করেছে উপস্থিত জনতা তার জ্বলন্ত স্বাক্ষী।” সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খাঁন, মাওলানা আবুল হাসানাত আব্দুল হালিম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আব্দুর সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মু. বেলাল হোসাইনের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের ছেলে ব্যারিস্টার সৈয়দ মুহাম্মদ আব্দুল্লাহ তাজবীহ, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, সেক্রেটারি ড. এ কে এম সরোয়ার উদ্দীন সিদ্দিকী ও কুমিল্লা মহানগর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com