নীলফামারীর ডোমারে প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শুরু করে দুপুর ১টা পর্যন্ত ডোমার শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং গোমনাতী বহুমূখী উচ্চ বিদ্যালয়ে একযোগে এই পরীক্ষা চলমান থাকে। এতে করে ২কেন্দ্রে ৫শত ১০জন ছাত্র/ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা কেন্দ্র ঘুড়ে দেখা যায় উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে সুন্দর পরিবেশে শিশুরা তাদের পরীক্ষা সম্পর্ণ করেন। ডোমার শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র সচিবের দ্বায়িত্ব পালন করেন ডোমার আইডিয়াল একাডেমীর অধ্যক্ষ মাওঃ মোসলেহুদ্দীন শাহ কোরাইশী এবং গোমনাতী বহুমূখী উচ্চ বিদ্যালয়ে ছিলেন আমবাড়ী ওয়েসিস কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোমিনুর রহমান ডালিম। উক্ত বৃত্তি পরীক্ষায় আইডিয়াল একাডেমী, লাইফ লাইন পাবলিক স্কুল, ওয়েসিস কিন্ডার গার্টেন, ইউনিক আজিজ স্কুল, গোমনাতী মডেল একাডেমী,আল হেরা শিশু একাডেমীসহ উপজেলার ৯টি বিদ্যালয়ের শিক্ষার্থী অংশ গ্রহন করেন।
কেন্দ্রে ইউনিক আজিজ স্কুলের প্রধান রাজিবুল ইসলাম বাপ্পি, লাইফ লাইন পাবলিক স্কুলের পরিচালক আতাউর রহমান, আইডিয়াল একাডেমীর উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক মাহাবুব আলম, শাহিনুর রহমান, আল হেরা শিশু একাডেমী অধ্যক্ষ আকবর আলী, গোমনাতী মডেল একাডেমীর অধ্যক্ষ মিজান আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন। শিক্ষার মান উন্নয়নে শিশুদের মেধাবী হিসাবে গড়ে তুলতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন কেন্দ্র সচিব মাওঃ মোসলেহুদ্দীন শাহ কোরাইশী।