শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৩ অপরাহ্ন

মুসলিম কমিউনিটি মৌলভীবাজার-এর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও নাশিদ মাহফিল 

এহসান বিন মুজাহির (শ্রীমঙ্গল) মৌলভীবাজার
  • আপডেট সময় শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজারে দেশ-বিদেশের খ্যাতিমা নক্বারী ও নাশিদ শিল্পীদের সুললিত কন্ঠের মোর্চনায় ‘মাশাআল্লাহ, আল্লাহু আকবার’ ধ্বনিতে শেষ হলো মুসলিম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও নাশিদ মাহফিল-২০২৪। ইসলাম ও মানবতার কল্যাণে নিবেদিত অরাজনৈতিক সেবামূলক সংগঠন মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এর উদ্যোগে আয়োজিত গতকাল  বেলা ৩টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হওয়া এই সম্মেলনটি রাত সাড়ে ১১টায় শেষ হয়। অনুষ্ঠিত অনুষ্ঠানে দেশ-বিদেশের খ্যাতিমান ক্বারী এবং নাশিদ শিল্পীরা তাদের সুমধুর সুরে কোরআন তিলাওয়াত ও নাশিদ পরিবেশন করেন, যা উপস্থিত হাজারো দর্শকের হৃদয় স্পর্শ করে। তানযানিয়া, মিশর, আফ্রিকা ও বাংলাদেশের নানা স্থান থেকে আগত ক্বারীগণ তাদের তিলাওয়াতে কুরআনের বাণীকে জীবন্ত করে তুলেন। তানযানিয়ার প্রখ্যাত ক্বারী শায়খ ঈদী শাবান, মিশরের ক্বারী ড. ক্বারী সালাহ মুহাম্মদ সোলায়মান আফ্রিকার ক্বারী শায়খ আহমেদ হিজা, বাংলাদেশের ক্বারী শায়খ আব্বাস উদ্দীন এবং ক্বারী জিয়াউল হক নাসেহ সুললিত কন্ঠে কোরআনের তিলাওয়াত করেন। নাশিদ পরিবেশন করেন দেশের জনপ্রিয় শিল্পী আহমদ আব্দুল্লাহ, উর্দু নাশিদ শিল্পী শেখ এনাম, আবাবিল সাংস্কৃতিক ফোরাম, ইনভাইট নাশিদ ব্যান্ড এবং আল আলম সাংস্কৃতিক ফোরামের শিল্পীরা। আল কুরআনের মোহময় সুরে প্রকম্পিত ছিল সম্মেলন মাঠ। মঞ্চের ব্রাকগ্রান্ড ও মাঠের এক প্রান্তে বিশাল ডিসপ্লেবোর্ডের মাধ্যমে বিদেশি ক্বারীদের খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন আগত কুরআনপ্রেমী হাজার হাজার দর্শক। ক্বারীগণের সুমধুর সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত মুগ্ধ হয়ে শুনেছেন হাজারো দ্বীনদার কুরআনপ্রেমী মানুষ। নাশিদ শিল্পীরাও ছুঁয়েছেন দর্শক হৃদয়। বর্ণিল আলোর ঝালকানি আর কুরআনের  মোহনীয় সুর একাকার হয়ে তৈরি করে এক নৈসর্গিক পরিবেশ। যা মৌলভীবাজারবাসী মনে রাখবেন অনেক দিন। মুসলিম কমিউনিটি মৌলভীবাজার-এর সভাপতি মাওলানা শেখ নূরে আলম হামিদীর সভাপতিত্বে সম্মেলনে আলোচনায় অংশ নেন বরুণা মাদরাসার প্রিন্সিপাল ও দ্বীন টিভির চেয়ারম্যান ক্বারী মাওলানা শেখ বদরুল আলম হামিদী,  মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শামসুল ইসলাম, দারুল উলূম মৌলভীবাজারের মুহতামিম মাওলানা শামছুদ্দোহা, বরেণ্য লেখক ও গবেষক মাওলানা শরীফ মুহাম্মদ, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুস সবুর, বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, জেলা বিএনপি’র আহবায়ক ও মৌলভীবাজার পৌরসভার সাবেক পৌর মেয়র ফয়জুল করীম ময়ুন, নুরুল কুরআন মাদরাসার প্রিন্সিপাল ও রাজনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল, শায়খ মাওলানা নুরুল মুক্তাকিন জুনাইদ, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ মাওলানা আলাউর রহমান টিপু, জামিয়া রহমানিয়া মৌলভীবাজারের মুহতামিম মাওলানা জামিল আহমদ আনসারী, আনোয়ারা  বেগম মহিলা মাদরাসা মোহাম্মদপুরের মুহতামিম মাওলানা মুজিবুর রহমান মুজাহিদ, রাধানগর মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মুগনী, ইমাম সমিতি মৌলভীবাজারের সাধারণ সম্পাদক ও বরুণা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি হিফজুর রহমান ফুয়াদ, শেখবাড়ি জামিয়ার নায়েবে মুহতামিম শিক্ষক মাওলানা সাদ আমীন বর্ণভী, বরুণা মাদরাসার মুহাদ্দিস মাওলানা হিলাল আহমদসহ আরও অনেক আলেম, গবেষক এবং ইসলামী চিন্তাবিদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বক্তব্য রাখেন। জনপ্রিয় উপস্থাপক কবি মীম সুফিয়ান ও শাহ মিসবাহ’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তারা বলেন, ৫ আগস্ট নতুনভাবে পুনরায় বাংলাদেশে স্বাধীনা ফিরে এসেছে। ছাত্রজনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের ইসলামী তাহজিব তামাদ্দুন চর্চার সুযোগ করে দিয়েছে। দেশে বাকস্বাধীনতা, গণতন্ত্র, আইনের শাসনের পথ সুগম করে দিয়েছে। আমরা চাইলে এ ধরনের অনুষ্ঠান করতে পারতাম না। জেল-জুলুম আর নির্যাতনের স্টিমরোলার ছিল আলেম ওলামা ও বিরোধী মত-পথের নেতাকর্মীদের ওপর। এদেশ থেকে ইসলাম ও ইসলামী সংস্কৃতি মুছে দিতে একটি বিশেষ দেশের ইশারায় নানা অপচেষ্টা চালানো হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা জালিম শাসক ও তার দোসরদের থেকে মুক্তি পেয়েছি। কাজেই এখন আমাদেও দায়িত্ব হলো সমাজে কোরআনের আলোকে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করা।
এজন্য সবাইকে কোরআন তিলাওয়াত ও চর্চার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে। আলোচনা সভায় বক্তারা আরও বলেন, মহাগ্রন্থ আল-কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে কুরআন সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার আহবান জানান আলোচকরা।  মুসলিম কমিউনিটি মৌলভীবাজারের সভাপতি মাওলানা শেখ নূরে আলম হামিদী বলেন, এটি  মৌলভীবাজারে প্রথম অন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন, যা কোরআনের আলোতে সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য একটি বড় পদক্ষেপ। তিনি দেশ-বিদেশের ক্বারী, শিল্পী, আলোচক ও অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অনুষ্ঠানে সহযোগিতা করা সকলকে ধন্যবাদ জানান




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com