আগামী সাংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে দেশের বেকার যুবদের শতভাগ কর্মসংস্থান নিশ্চিত করা হবে, আর যদি কোন বেকারের কর্মসংস্থান করতে না পারি তাহলে বেকার ভাতা প্রদান করা হবে বলেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু। গত রোববার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহান বিজয় দিবস ও রাষ্ট্রকাঠামো গঠনে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ভোলাবো ইউনিয়ন বিএনপির উদ্যোগে গণবাংলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্ত্যবে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, ঢাকা বিভাগের মধ্যে অন্যতম যান্ত্রিক পয়েন্ট রূপগঞ্জ। এখানকার এক মুঠো মাটি সোনার চেয়েও দামী। অথচ বিগত সময়ে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করে আওয়ামীলীগের মন্ত্রী গাজী এসব জমি জোরপূর্বক জবরদখল করেছে। মানুষকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। বিএনপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেয়া হবে। ভোলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড.কাজী রেজাউল হকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মাহফুজুর রহমান আকন্দ, সাধারণ সম্পাদক বাশির উদ্দিন বাচ্চু, ভোলাব ইউপি সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, ভোলাব ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা সাফি মিয়া, আবুল কালাম আজাদ, বাদশা মোল্লা, কাওসার আহমেদ, নাজিম উদ্দিন, বিল্লাল হোসেন প্রমুখ। পরে বিভিন্ন শিল্পীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।