শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::

১৬ বছর পর আপিল আবেদনের অনুমতি পেল চ্যানেল ওয়ান

সাইফুর রহমান:
  • আপডেট সময় শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

দীর্ঘ ১৬ বছর পর চ্যানেল ওয়ান আপিল দায়েরের অনুমতি পেয়েছে। গতকাল বৃহস্পতিবার এই অনুমতি দেন চেম্বার জজ। এই আদেশের ফলে চ্যানেল ওয়ান সম্প্রচারে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। দেশের বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল ওয়ান’ ১৬ বছর আগে বন্ধ হয়ে যায়। ২০১০ সালের ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টার কিছু পর তৎকালীন সরকার ফ্রিকোয়েন্সি বরাদ্দ বন্ধ করে দেয়। অভিযোগ রয়েছে, রাজনৈতিক এবং প্রতিহিংসাবসত শেখ হাসিনা বিটিআরসিকে বাধ্য করে জনপ্রিয় এই গণমাধ্যমটির সম্প্রচারে হস্তক্ষেপ করেন। পরে হাইকোর্ট বিভাগে মামলা করে চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ। কিন্তু সরাসরি তৎকালীন সরকারের অন্যায় নির্দেশে মামলার আবেদন খারিজ করে দেওয়া হয়।
চ্যানেল ওয়ান-এর লিগ্যাল অফিসার মিজান-উল হক বলেছেন, ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের পর আবারও মামলা নিয়ে আদালতে গেলে চেম্বার জজ আপিল করার অনুমতি দেন। ফলে দীর্ঘ বছর ১৬ বছর পর আবারও চ্যানেল ওয়ান দর্শকদের সামনে আসবে এমন প্রত্যাশা তৈরি হয়েছে।
আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন চ্যানেল ওয়ান এর লিগ্যাল অফিসার মিজান-উল হক। আদালতের সংক্ষিপ্ত আদেশ পেয়ে চ্যানেল ওয়ান এর এমডি তারেক রহমানের বন্ধু ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন বলেন, ‘আলহামদুলিল্লাহ, রাষ্ট্রের সর্বোচ্চ আদালত ন্যায় বিচার করেছেন। সর্বোচ্চ আদালতের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
আদালতে চ্যানেল ওয়ান এর পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন সিনিয়র এডভোকেট রুহুল কুদ্দুস কাজল, পলাশ চন্দ্র রায়, কাজী আখতার হোসেন, মোহাম্মদ মাসুম বিল্লাহ, ও ব্যারিষ্টার মারুফ ইব্রাহিম (আকাশ)। আদালতের আদেশের বিষয়টি এডভোকেট মোহাম্মদ মাসুম বিল্লাহ নিশ্চিত করে সর্বোচ্চ আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com