রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
এখন অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান শহীদ আলাউদ্দিনের স্ত্রী শেখ মুজিবের স্বৈরতন্ত্র হাসিনা ফিরিয়ে আনেন: আলী রীয়াজ কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে তৌহিদুলের মৃত্যু নিয়ে আইএসপিআরের বিবৃতি বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে, ছাত্ররা ক্যাম্পাসে : রিজভী দ্য ইকোনমিস্টের প্রতিবেদন: বিদেশি সহায়তা বন্ধ করে নিজের পায়ে ‘কুড়াল মারছে’ আমেরিকা সাত কলেজের সমন্বয়ে পৃথক বিশ্ববিদ্যালয়ের কাজ চলছে অন্তর্বর্তী সরকারের আমলে বিচারবহির্ভূত হত্যা দুর্ভাগ্যজনক: ফখরুল বাংলাদেশ আর কোন পরাশক্তির কাছে মাথানত করবে না : ডা. তাহের আমি একজন প্র্যাকটিসিং মুসলিম হতে চাই: দেব চৌধুরী শেষ দল হিসেবে প্লে-অফে খুলনা টাইগার্স

শেষ দল হিসেবে প্লে-অফে খুলনা টাইগার্স

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

শেষ দল হিসেবে প্লে-অফে খুলনা টাইগার্স। দুর্বার রাজশাহীর স্বপ্ন ভেঙে সেরা চারে উঠে এসেছে তারা। আগেই বিদায় নিশ্চিত হওয়া ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ‘ডু অর ডাই’ ম্যাচে মেহেদী মিরাজদের জয় ৬ উইকেটে।
গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) এবারের বিপিএলের লিগ পর্বের শেষ দিনে মুখোমুখি হয় খুলনা টাইগার্স ও ঢাকা ক্যাপিটালস। মিরপুরে আগে ব্যাট করে ৯ উইকেটে ১২৩ রান করে ঢাকা। জবাবে ১৬.৫ ওভারেই নিশ্চিত হয় খুলনার জয়।
খুলনার জন্য আজকের ম্যাচটা ছিল বাঁচা-মরার লড়াই। ‘জিতলে প্লে-অফ, হারলেই বিদায়’ এমন সমীকরণ জেনে মাঠে নামে তারা। তবে শুরুতে তানজিদ তামিমের ব্যাটে চাপে পড়ে যায় তারা। প্রথম ৫ ওভারে ৫২ রান উঠে তামিমের কল্যাণে। তবে লিটন দাস ফেরেন দ্রুতই, ১০ বলে ১০ রানে শেষ হয় তার ইনিংস। হাবিবুর রহমান সোহান ৩ ও ফারমানুল্লাহ শাফি ফেরেন ২০ বলে ৭ করে।
১৩ ওভারের শেষ বলে ফেরেন তানজিদ তামিম। আউট হবার আগে করেন ৩৭ বলে ৫৮ রান। সব মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েই আসর শেষ করলেন তিনি, ১২ ইনিংসে রান তার ৪৮৫। যেখানে একটি সেঞ্চুরির সাথে আছে চারটি ফিফটি। এই রান করতে তামিম ছক্কা মেরেছেন ৩৬টি। যা এবারের আসর তো বটেই, বিপিএল ইতিহাসে এক আসরে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড। দল লিগ পর্ব থেকে বাদ না পড়লে হয়তো ভেঙে দিতেন ক্রিস গেইলের ৪৭ ছক্কার রেকর্ড। যাইহোক, তামিম ফিরতেই ভাঙন ধরে ঢাকার ইনিংসে। এরপর কেবল বলার মতো রান করেন সাব্বির রহমান। তার ব্যাটে আসে ১৭ বলে ২০। শেষ ৪৮ বলে ৪২ রান তুলতে হারায় ৭ উইকেট। হাসান মাহমুদ নেন ২ উইকেট। জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খায় খুলনা। ২.৫ ওভারে মাত্র ১৪ রানে হারায় ২ উইকেট। নাইম শেখ ও আফিফ হোসেন দু’জনেই ফেরেন ডাক মেরে। তবে দলকে পথ হারাতে দেননি অধিনায়ক মেহেদী মিরাজ।
প্রথমে এলেক্স রসকে নিয়ে ৪৩ বলে ৬৮ রান যোগ করেন। রস ফেরেন ১৯ বলে ২২ রানে। বাকি কাজটা একাই করেন মিরাজ। শেষ দিকে উইলিয়াম বসিস্তো করেন ২০ বলে ১৮ রান। অন্যদিকে, মিরাজ খেলেন স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের সেরা ইনিংসটাই। শেষ পর্যন্ত ৫৫ বলে পাঁচটি চার ও চারটি ছক্কায় ৭৪ রান তুলে অপরাজিত থাকেন তিনি। নিশ্চিত করেন দলের জয় ও প্লে-অফ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com