রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
এখন অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান শহীদ আলাউদ্দিনের স্ত্রী শেখ মুজিবের স্বৈরতন্ত্র হাসিনা ফিরিয়ে আনেন: আলী রীয়াজ কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে তৌহিদুলের মৃত্যু নিয়ে আইএসপিআরের বিবৃতি বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে, ছাত্ররা ক্যাম্পাসে : রিজভী দ্য ইকোনমিস্টের প্রতিবেদন: বিদেশি সহায়তা বন্ধ করে নিজের পায়ে ‘কুড়াল মারছে’ আমেরিকা সাত কলেজের সমন্বয়ে পৃথক বিশ্ববিদ্যালয়ের কাজ চলছে অন্তর্বর্তী সরকারের আমলে বিচারবহির্ভূত হত্যা দুর্ভাগ্যজনক: ফখরুল বাংলাদেশ আর কোন পরাশক্তির কাছে মাথানত করবে না : ডা. তাহের আমি একজন প্র্যাকটিসিং মুসলিম হতে চাই: দেব চৌধুরী শেষ দল হিসেবে প্লে-অফে খুলনা টাইগার্স

আমি একজন প্র্যাকটিসিং মুসলিম হতে চাই: দেব চৌধুরী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

সাধারণ মানুষের কাছে তিনি জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক এবং ক্রিকেট বিশ্লেষক। আর ক্রিকেট সাংবাদিকদের কাছে একজন হাসিখুশি ও দিলখোলা সহকর্মী তিনি। ব্যক্তিগত পড়াশোনা করেন বলেই সবাই জানতো দেব চৌধুরী সম্পর্কে। যদিও ভেতর ভেতর নিজের মধ্যে যে এতবড় একটি পরিবর্তন নিয়ে আসছেন, তা খুব ঘনিষ্ট কয়েকজন ছাড়া অন্যরা জানতেন না। যে কারণে, শুক্রবার যখন সোশ্যাল মিডিয়ায় দেব চৌধুরীর ইসলাম গ্রহণের খবর ছড়িয়ে পড়ে, তখন সহকর্মীদের অনেকেই বিস্মিত হয়েছেন। অনেকে অভিনন্দন জানিয়েছেন, যে খুব সাহসী এবং চ্যালেঞ্জিং একটি সিদ্ধান্ত নিয়ে নতুন জীবনের পথে পা বাড়িয়েছেন তিনি।
খবরে প্রকাশ, শুক্রবার জুমার নামাজের পর মিরপুর দারুসসালাম শাহী মসজিদে ইসলাম ধর্ম গ্রহণ করেন দেব চৌধুরী। তাকে শাহাদাহ (ইসলামিক বিশ্বাসের ঘোষণাপত্র) পড়ান দারুসসালাম মসজিদের খতিব ও ইসলামিক স্কলার আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। গতকাল শুক্রবার বিকাল থেকেই টক অব দ্য সোশ্যাল মিডিয়া ছিল দেব চৌধুরীর ইসলাম গ্রহণের ঘটনা। কেউ কেউ আবার বিশ্বাসও করতে চাইলেন না। কারণ, সোশ্যাল মিডিয়ায় যে সংবাদ ছড়িয়ে পড়েছে, সেখানে দেব চৌধুরী বা তাকে যিনি শাহাদাহ পড়িয়েছেন সেই আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহরও কোনো বক্তব্য নেই বলে।
অবশেষে রাতে জাগো নিউজের পক্ষ থেকে সত্যতা যাচাইয়ে দেব চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি এই প্রতিবেদকের কাছে ইসলাম গ্রহণের কথা স্বীকার করেন। জানিয়ে দেন, কারো প্ররোচনা, প্রলোভন বা অন্য কোনোভাবে প্রভাবিত হয়ে ইসলাম গ্রহণ করেননি। তিনি নিজে সম্পুর্ণ স্বেচ্ছায়, সজ্ঞানে এবং জেনে-বুঝেই ইসলাম গ্রহণ করেছেন।
তিনি বলেন, ‘আমি ধর্মান্তরিত হয়েছি এটা সত্য। তবে কারো প্ররোচনায় কিংবা প্রলোভনে পড়ে নয়। কিংবা পরিস্থিতির কোনো চাপেও নয়। আমি দীর্ঘদিন থেকে ইসলামকে ফলো করতে শুরু করি। ব্যাপক পড়াশোনা করেছি, ইসলাম সম্পর্কে জেনেছি। পড়াশোনা করে জানার পর আমি সিদ্ধান্ত নিয়েছি যে শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করবো। এখন আমি একজন প্র্যাকটিসিং মুসলিম হতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’ নতুন কী নাম নিয়েছেন, সেটা এখনও জানাননি দেব চৌধুরী। শুধু এটুকু বলেছেন, ‘আমি আগে যেমন হাসি-খুশি থাকতাম, সবার সাথে দিলখোলা ও উদারভাবে মিশতাম, মানুষটা আমি এখনও তেমনই থাকবো। পরিবর্তন কেউ দেখবে না। শুধু পার্থক্য এটুকু, আমি আগে ছিলাম হিন্দু, এখন হয়েছি মুসলিম। সে সঙ্গে প্র্যাকটিসিং মুসলিম হওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো।’ সোশ্যাল মিডিয়ায় তার ইসলাম গ্রহণের যে খবর বের হয়েছে, সেখানে তার উদ্বৃতি দিয়ে বক্তব্য এসেছে যে, ‘আমি নিজ উদ্যাগে মুসলিম হচ্ছি আজ। আমি আরবি পড়তে পারি না। তবে আমার রুমে ৩ টা বাংলা ট্রান্সলেটেড কুরআন আছে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com