বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন

যুবদল নেতা তৌহিদুল হত্যা, ৬ জনের নামে স্ত্রীর মামলা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

কুমিল্লায় পাচথুবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম হত্যা মামলায় ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন স্ত্রী ইয়াসমিন নাহার । গতকাল বুধবার মামলাটি করা হয় বলে জানান কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম। আসামিরা হলেন- কুমিল্লা সদর উপজেলার পা-ানগর এলাকার মো. সাইফুল ইসলাম, ইটাল্লা এলাকার তানজিল উদ্দিন, নাজমুল হাসান টিটু, খায়রুল হাসান মাহফুজ, সাইদুল ইসলাম সবুজ ও বামইল এলাকার সোহেল।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, জমি নিয়ে অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল তৌহিদুলের। একাধিকবার সালিশ হলেও সুরাহা মেলেনি। উল্টো তাকে হত্যার হুমকি দেন আসামিরা। এরই জেরে ৩০ জানুয়ারি রাতে তৌহিদ ও প্রতিবেশী লুৎফুর রহমানকে নিয়ে যান বেশ কয়েকজন।
পরদিন সকাল সাড়ে ৭টার দিকে আবারও তৌহিদুল ও লুৎফুরকে নিয়ে বাড়িতে এসে ঘরে তল্লাশি চালান একই ব্যক্তিরা। এ সময় লুৎফুরকে ছেড়ে দিলেও তৌহিদুলকে নিয়ে চলে যান তারা। পরে সংকটাপন্ন অবস্থায় তাকে গোমতী বাঁধের ঝাঁকুনিপাড়ায় ফেলে যান। খবর পেয়ে দুপুর পৌনে ১২টার দিকে পুলিশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা করেছেন নিহত তৌহিদুলের স্ত্রী। অভিযুক্তদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com