বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন

জিপিএসের সুবিধা পাবেন এই স্মার্টওয়াচেই

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

স্মার্টফোনের প্রায় সব কাজই করা যায় হাতে থাকা স্মার্টওয়াচে। জনপ্রিয় স্মার্টওয়াচ ব্র্যান্ড লাভা এবার এক্স-সিরিজের স্মার্টওয়াচ আনলো বাজারে। হেলথ প্যারামিটারের ট্র্যাকিং, ব্লুটুথ কলিং সব সুবিধা পাবেন এই স্মার্টওয়াচে। এছাড়া জিপিএসের সুবিধাও রয়েছে এই স্মার্টওয়াচে। লাভা প্রোওয়াচ এক্সে ১.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকছে। সেই ডিসপ্লের রেজোলিউশন ৪৬৬ঢ৪৬৬। এই ডিসপ্লের রেজোলিউশন ৫০০ নিটস। স্মার্টওয়াচের স্ক্রিন প্রোটেক্ট করবে গরিলা গ্লাস ৩। এতে রয়েছে অ্যাডভান্সড ডুয়াল-কোর টিপসেট। তাই এর পারফরম্যান্স হবে অনেক ফাস্ট। ব্লুটুথের ৫.৩ ভার্সন সাপোর্ট করবে এই স্মার্টফোনে। ব্লুটুথ কলিং আরও স্মুথ করার জন্য এতে রয়েছে বিল্ট-ইন ডায়ালার। স্মার্টওয়াচে রয়েছে ব্যারোমিটার, কম্পাস, অল্টিমিটারের একাধিক পরিমাপ যন্ত্র। এয়ার কোয়ালিটি ইনডেক্সও পরিমাপ করবে এই স্মার্টওয়াচ।

এই স্মার্টওয়াচ নিখুঁত হার্টরেট পরিমাপে সক্ষম। আপনি যখন ব্যায়াম বা শারীরিক কসরত করবেন, সে সময় বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন প্যারামিটার নিখুঁতভাবে মেপে দেবে এই স্মার্টওয়াচ। সব ধরনের খেলায় শরীরের নড়াচড়া এক রকম হয় না। তাই সেগুলোর পরিমাপও হয় ভিন্নভাবে। এজন্য বিশেষ ব্যবস্থা রয়েছে এই স্মার্টওয়াচে। হাইকিং, সাইক্লিং, ক্রিকেট, যোগা, সুইমিংয়ের মতো ১১০-এর বেশি কাস্টমাইজ স্পোর্টস মোড রয়েছে লাভা প্রোওয়াচ এক্স। লাভার দাবি এর ব্যাটারি লাইফ হবে ৮ থেকে ১০ ঘণ্টা। দেড় মিটার পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত রাখলেও এর কার্যকারিতা নষ্ট হবে না। লাভা প্রোওয়াচ এক্স-এর দাম ভারতে ৪ হাজার ৪৯৯ রুপি। সূত্র: গিজমোর চায়না




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com