শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে: সোনাগাজীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ কম্বাইন্ড প্যাট্রলিং শুরু

মোঃ ছালাহ্ উদ্দিন (সোনাগাজী) ফেনী
  • আপডেট সময় বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

সোনাগাজী উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ হাট বাজার ও প্রধান প্রধান সড়ক গুলোতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ কম্বাইন্ড প্যাট্রলিং শুরু হয়েছে। বুধবার (২৬ফেব্রুয়ারী) দুপুর থেকে সেনা ক্যাম্পের দায়িত্বরত কমান্ডার ক্যাপ্টেন সাকলাইন আহসান ও মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বায়েজীদ আকনের নেতৃত্বে বিপুল সংখ্যক সেনা ও পুলিশ সদস্য পৌর-শহরের জিরোপয়েন্ট, পশ্চিমবাজার এবং উপজেলার সোনাপুর, বাদামতলী, মুহুরী প্রজেক্ট এলাকায় কম্বাইন্ড প্যাট্রলিং করেন। এসময় স্থানীয় মানুষজন ও ব্যাবসায়ীদের সাথে কথা বলে এলাকার সমস্যা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতামত নেন এবং যেকোন প্রয়োজনে তাৎক্ষনিক পুলিশ ও সেনাবাহিনী কে অবগত করার জন্য মোবাইল নম্বর প্রদান করেন। এছাড়া উপজেলার গুরুত্বপূর্ণ স্থান ডাকবাংলায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ তল্লাসী বসিয়ে বিভিন্ন প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজি, মোটরসাইকেল ও বাস থামিয়ে কাগজপত্র যাচাই বাচাই সহ তল্লাশি করা হচ্ছে, সন্দেহভাজন গাড়ী ও ব্যক্তিবর্গকে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। যৌথ কম্বাইন্ড প্যাট্রলিংয়ের সংবাদ সংগ্রহে উপজেলার সোনাপুর বাজারে গিয়ে দেখা যায় দায়িত্বরত আর্মি ক্যাম্প কমান্ডার ও থানার ওসি বিপুল সংখ্যক ফোর্স নিয়ে বাজারে মহড়া দিচ্ছেন, এসময় তারা বিভিন্ন পথচারি ও ব্যাবসায়ীদের সাথে কথা বলে সন্ত্রাস চাঁদাবাজ চুরি ডাকাতির কোন সমস্যা আছে কিনা জানতে চাচ্ছেন এবং কোন সমস্যা হলে তাৎক্ষনিক সেনা ও পুলিশ কে জানানোর জন্য নম্বর প্রদান পূর্বক অনুরোধ করছেন। একই দিন বিকালে উপজেলার ডাকবাংলা নামক স্থানে তল্লাসী চৌকিতে সন্দেহ ভাজন ব্যাক্তি ও গাড়ী তল্লাসী সহ সন্দেহভাজন দের জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের। যৌথ কম্বাইন্ড প্যাট্রলিং সম্পর্কে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বায়েজীদ আকন বলেন, অপরাধ দমনে টহল অব্যহত রাখা হবে, জনগণকে যেকোনো অপরাধমূলক কর্মকা-ের বিষয়ে জনগন কে তথ্য দিয়ে সহযোগিতা করতে অনুরোধ করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com