সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
নিরাপদ সড়ক আন্দোলন: ষড়যন্ত্রের মামলায় খালাস আমীর খসরু বিচার হলে আ.লীগ চালানোর কেউ থাকবে না: মামুনুল হক সংস্কার ও নির্বাচনের জন্য জাতীয় স্বার্থে সর্বোচ্চ ঐকমত্য গঠন ও জুলাই চার্টার ঘোষণার আহ্বান ইতালি সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা ভারত-পাকিস্তান চাইলে মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে বাংলাদেশ জয়কে হত্যাচেষ্টা মামলা: শফিক রেহমানের খালাসে ‘আপত্তি নেই’ রাষ্ট্রপক্ষের শের-ই-বাংলা ছিলেন উপমহাদেশের অনন্যসাধারণ, প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাজনীতিবিদ : তারেক রহমান হাসিনাকে ফেরাতে পশ্চিমবঙ্গ বিজেপি নেতার বৈঠক এসএসসি পরীক্ষা শেষ করে বাসায় ফেরা হলো না নাঈমের নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামায়াত: তাহের

দুর্নীতি ও দুঃসাশনমুক্ত বাংলাদেশ গড়তে জীবন দিতে প্রস্তুত : জামায়াত আমির

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, ‘দুর্নীতি ও দুঃসাশনমুক্ত বাংলাদেশ গড়তে জীবন দিতে প্রস্তুত আছি। কেউ আমাদের চোখ রাঙাবেন না, ভয় দেখাবেন না, আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। যে দলের নেতারা হাসতে হাসতে ফাঁসির পাটাতনের ওপর দাঁড়াতে পারে, তাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। তারা কখনো কোথাও কারো কাছে মাথা নত করেনি আল্লাহ ছাড়া। আমরা মাথা নত করবো শুধু আল্লাহ তায়ালার কাছে।’ গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ মাঠে ডোমার উপজেলা জামায়াত আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির ডা: শফিকুর রহমান বলেন, ৫ আগস্টের পর খুনী, জুলুমবাজ, স্বৈরাচারী, গুম, হত্যাকারী ও ধর্ষকরা পালিয়ে গেছে। এখন আমরা যারা আছি স্বৈরাচারের নির্যাতনের শিকার হওয়া মানুষজন। স্বৈরাচারের নির্যাতনে আমরা অসংখ্য সহকার্মীকে হারিয়েছি, অনেকে পঙ্গু হয়েছে, অনেকে আহত হয়েছে। সেই কষ্ট বুকে নিয়ে আমরা আছি।
তিনি বলেন, ‘আগের চাঁদাবাজরা গিয়েছে। এখন সর্বস্তরের মানুষ বলছে শুধু হাত বদল হয়েছে। মানুষ বলছে চাঁদার রেট একটু বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীরা বলছেন, আগে মাসে মাসে ওই লুটেরারা চাঁদা নিতে আসতো, এখন যারা আসে তারা বলে বাড়িয়ে দেন।’
জামায়াত আমির বলেন, ‘আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। যেখানে চাঁদাবাজ সেখানেই যুদ্ধ, যেখানে দখলদার সেখানেই লড়াই। আমাদের এই যুদ্ধ অব্যহত থাকবে। ৫ আগস্টের পর দেশ ফ্যাসিবাদমুক্ত হয়নি বলে আমাদের এই যুদ্ধ করতে হচ্ছে। বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করা হচ্ছে। এই অবস্থায় যদি বাংলাদেশে নির্বাচন হয় তাহলে নির্বাচনকে কবর দেয়া হবে। চরম বিশৃঙ্খলা হবে, রক্তের বন্যায় বাংলাদেশ ভেসে যাবে। আমরা এটা চাই না। আমরা চাই সব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার সাধন করে, দেশে আইন-শৃঙ্খলা ফিরিয়ে এনে জনগণকে স্বস্তির সাথে ভোট প্রয়োগের সুযোগ করে দিতে হবে।’
ডা: শফিকুর রহমান স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে বলেন, ‘ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদ ও সিটি করপোরেশনে জনপ্রতিনিধি না থাকায় প্রতিদিন মানুষজনকে দুর্ভোগে পড়তে হচ্ছে। আমাদের রাজনীতি জনগণের দুর্ভোগ বাড়াতে নয়। আমাদের রাজনীতি দুর্ভোগ কমানোর জন্য। অতএব সব যুক্তিতে স্থানীয় সরকার নির্বাচন অতি দ্রুত দিতে হবে। তবে অবশ্যই জাতীয় নির্বাচনের জন্য গ্রহণযোগ্য সংস্কার শেষে নির্বাচনের আয়োজন করতে হবে।’
ডোমার উপজেলা জামায়াতের আমির খন্দকার মো: আহমাদুল হক মানিকের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি আন্তাজুল ইসলামের সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশিদ ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার। পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির ড: খায়রুল আলম, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক ছাদের হোসেন, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, ইসলামী ছাত্রশিবির জেলা শাখার সভাপতি তাজমুল হাসান সাগর প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com