শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০২:২০ অপরাহ্ন

১৮ বছরে পদার্পণ করলো খলিলুর রহমান সম্পাদিত মাসিক পত্রিকা এডুকেশন ওয়াচ

শাহ বুলবুল:
  • আপডেট সময় শনিবার, ১ মার্চ, ২০২৫

মহান স্বাধীনতার মাসে ১৭ বছর পেরিয়ে ১৮ বছরে পা রাখলো মাসিক পত্রিকা এডুকেশন ওয়াচ। সাংবাদিক মো. খলিলুর রহমান সম্পাদিত দেশের শিক্ষা বিষয়ক মাসিক পত্রিকা এডুকেশন ওয়াচ’র পথ চলা শুরু হয়েছিলো ২০০৮ সালের ১ মার্চ। এডুকেশন ওয়াচ পত্রিকার প্রেক্ষাপট তৈরি হয়েছিল ২০০৫ সালের ১ ডিসেম্বর- শিক্ষা, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সংগঠন হিসেবে এডুকেশন ওয়াচ বাংলাদেশ-এর আত্মপ্রকাশের মাধ্যমে। এটি ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের আওতায় নিবন্ধিত সংগঠন হিসেবে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করে ২০০৬ সালের ২২ মে। নানারকম কার্যক্রম পরিচালনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার অংশ হিসেবে ২০০৭ সালে শিক্ষা বিষয়ক মাসিক পত্রিকা প্রকাশের উদ্যোগ নেয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে মাসিক প্রকাশনা হিসেবে এডুকেশন ওয়াচ আত্মপ্রকাশ করে। শুধু শিক্ষা বিষয়ক বলা হলেও মাসিক পত্রিকাটি দিনে দিনে নিজেকে সম্পৃক্ত করতে পেরেছে শিক্ষা, সংস্কার এবং সচেতনতা তৈরির মতো নানা কর্মকা-ে। এই মহান উদ্যোগের নেতৃত্বে ছিলেন শিক্ষানুরাগী সাংবাদিক মো. খলিলুর রহমান। তিনি ঐতিহ্যবাহী ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। সেই ১৯৯৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে দৈনিক ইত্তেফাক পত্রিকার তরুণ কন্ঠ বিভাগে লেখালেখির মাধ্যমে শিক্ষা সাংবাদিকতায় আসেন মো. খলিলুর রহমান। শুরু থেকেই প্রকাশনার পাশাপাশি শিক্ষা সংশ্লিষ্ট নানারকম অনুষ্ঠান, সেমিনার,
গোলটেবিল বৈঠক, প্রতিযোগিতা, প্রশিক্ষণ ও কর্মশালারা আয়োজন করে যাচ্ছে। প্রত্যেক প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রম অথচ অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে থাকে এডুকেশন ওয়াচ পরিবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানান জনপ্রতিনিধি, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষানুরাগী ও এডুকেশন ওয়াচ প্রিয়জনরা। প্রত্যাশার কথাও তুলে ধরেন তাঁরা। আমরা আপনাদের ভুলবো না-সংশ্লিষ্টদের প্রতি সব সময়ই কৃতজ্ঞতা স্বীকার করে এডুকেশন ওয়াচ। এবারও সেই আয়োজনে রয়েছে ভিন্নতা। মহান স্বাধীনতার মাস ও ১৮ বছরে পদার্পণ উপলক্ষে মাসিক এডুকেশন ওয়াচ আয়োজন করছে ‘শিক্ষাব্যবস্থা ও গণমাধ্যম’’-শীর্ষক আলোচনা সভা ও স্বাধীনতা কুইজ উৎসব। ১৮ বছরে পদার্পণ উপলক্ষে একটি বিশেষ সংখ্যাও প্রকাশ করবে মাসিক এডুকেশন ওয়াচ। এ ব্যাপারে এডুকেশন ওয়াচের সম্পাদক মো. খলিলুর রহমান জানান, এডুকেশন ওয়াচ বাংলাদেশ থেকে এডুকেশন ওয়াচ। একটা স্বপ্ন ও ভালোবাসার বাস্তবায়ন। এর সাথে জড়িয়ে আছে আমার অনেক স্বপ্ন যা আমি বছরের পর বছর বাস্তবায়নের চেষ্টা করেছি। এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। এডুকেশন ওয়াচ ছাপা সংস্করণ ছাড়াও ২০২২ সাল থেকে দেশের প্রথম ও জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায় শিক্ষার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরতে আয়োজন করছে সময়ের সাথে অনুষ্ঠান ও টক শো। এছাড়াও আলোকিত মানুষের জীবন ও কর্ম নিয়ে অনুষ্ঠান-আপন আলোয় উদ্ভাসিত সম্মাননা এটিএন বাংলায় সম্প্রচার করছে। সোশ্যাল মিডিয়া ও অনলাইন কার্যক্রমেও সক্রিয় থাকছে। শুধু ভালোবাসা আর নেশার তাগিদেই শিক্ষা সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন এডুকেশন ওয়াচ সম্পাদক মো. খলিলুর রহমান। তিনি এডুকেশন ওয়াচের চ্যালেঞ্জিং অভিযাত্রায় সকলকে পেতে চান অকৃত্রিম বন্ধুরূপে। উল্লেখ্য, পাঠকপ্রিয় মাসিক পত্রিকা এডুকেশন ওয়াচ মানুষের জন্য, মানুষের ভালোবাসায়’ এমন প্রতিপাদ্যকে বুকে ধারণ করে ইতোমধ্যেই গণমানুষ বিশেষত: ছাত্রছাত্রীদের মাঝে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com