শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

দুর্গাপুরে সিপিবি’র ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দুর্গাপুর উপজেলা কমিটির আয়োজনে পার্টির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নানা আয়োজনে এ দিবস পালিত হয়। এ উপলক্ষে কমরেড মণিসিংহ স্মৃতি যাদুঘর প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বিগত দিনে পার্টির পতাকা সমুন্নত রাখতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন শেষে এক লাল পতাকার মিছিল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কমরেড মণিসিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর এর সভাপতিত্বে সহ:সম্পাদক মোরশেদ আলম এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা সিপিবি নেতা কমরেড আব্দুল খালেক, সাধারন সম্পাদক রুপন কুমার সরকার, সদস্য শামছুল আলম খান, নারী নেত্রী তাসলিমা বেগম, পার্বতী রিছিল, আদিবাসী ইউনিয়নের উপজেলা কমিটির সভাপতি অবণী কান্ত হাজং, যুব-ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, ছাত্র ইউনিয়ন সভাপতি মোঃ রায়হান প্রমুখ। সভায় বক্তারা বলেন, অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের পর এখনকার সংগ্রামপূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা। এ জন্য নির্বাচন ব্যাবস্থার আমুল সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষনা করতে হবে। দেশ ও দেশের মানুষের মুক্তি নিশ্চিত করতে বৈষম্যহীন, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। সিপিবি সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনের সংগ্রামে অবিচল থেকে লড়াই-সংগ্রাম অব্যাহত রাখবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com