বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, তারাকান্দা উপজেলা গালাগাও ইউনিয়ন বিএনপির আয়োজনে শনিবার ইউনিয়নপরিষদের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ইফতার পূর্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
গালাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন আলি এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মাষ্টারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার, যুগ্ম আহবায়ক কাজি আব্দুল বাতেন ও আসাদুল হক মন্ডল, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মালেক,মোখলেছুর রহমান মুকুল, শামিম তালুকদার, শহিদুল ইসলাম মন্ডল, আশরাফুল আলম ও এড. ইসমাইল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য শামসুল হুদা তালুকদার ও আবুল হাসিম, সদস্য অবসরপ্রাপ্ত সার্জেন্ট রফিকুল ইসলাম রফিক তালুকদার ও সোরহাব হোসেন আকন্দ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সহসম্পাদক ও তারাকান্দা উপজেলা যুবদলের নেতা আবুল কালাম আজাদ, তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমির হাসান স্বপন ও নজরুল ইসলাম আজাদ, জাহাঙ্গীর আলম সরকার, আরিফুল ইসলাম জুয়েল, ছাত্রদল নেতা মোবারক খান, শফি মন্ডল, জাসাস সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ফাহিম, ইউনিয় ছাত্রদলে সভাপতি আজাহারুল ইসলাম প্রমূখ।