শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:১১ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে আটক ৪ জঙ্গিকে থানায় হস্তান্তর ও পৃথক ৩টি মামলা দায়ের

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ২২ নভেম্বর, ২০২০

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের শেরখালি উকিলপাড়া থেকে আটক ৪ জেএমবিকে শনিবার দুপুরে শাহজাদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর ডিএডি আনোয়ারুল ইসলাম বাদী হয়ে পৃথক ৩টি মামলা দায়ের করেছে। বিস্ফোরক, অস্ত্র ও সন্ত্রাস বিরোধী আইনে এ মামলা গুলি দায়ের করা হয়। এ মামলার আসামীরা হলেন র‌্যাবের হাতে আটক জেএমবির পাবনা-সিরাজগঞ্জের আঞ্চলিক কমান্ডার পাবনার সাঁথিয়া উপজেলার কিরণ ওরফে শামীম ওরফে হামীম(২২), নাঈমুল ইসলাম(২২), দিনাজপুরের আতিয়ার রহমান ওরফে কলম সৈনিক(৩৩) ও সাতক্ষীরার তালা উপজেলার আমিনুল ইসলাম শান্ত(২২)। এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহীদ মাহমুদ খান জানান, বৃহস্পতিবার রাতে রাজশাহীর শাহ মখদুম থানা এলাকায় জেএমবির রাজশাহী বিভাগীয় সভা চলার সময় র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে বিভাগীয় আমির মাহমুদ ওরফে জুয়েল(২৪) সহ চার জঙ্গিকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর একটি দল অভিযান চালিয়ে শাহজাদপুর উপজেলার শেরখালি উকিলপাড়া এলাকার ওই আস্তানায় অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গীরা র‌্যাবকে লক্ষ করে ৫ রাউন্ড গুলি বর্ষণ করে। র‌্যাব তাদের আত্মসমর্পনের আহব্বান জানালে সকাল সাড়ে ১০ টার দিকে এ ৪ জঙ্গি আত্মসমর্পণ করে। জঙ্গিদের ওই আস্তানা থেকে ২টি বিদেশী পিস্তল, গুলি, গান পাউডার, বোমা তৈরীর ডেটোনেটর, লোহার স্প্রিন্টার, জিহাদী বই, পতাকা ও জঙ্গি প্রশিক্ষণের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে। পরে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর হেডকোয়াটারে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এ দিন দুপুরে তাদের শাহজাদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। শাহজাদপুর থানা পুলিশ এ দিন সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরণ করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com