মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের জসমতপুর প্রবাস বাংলা সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। শুক্রবার বিকাল ৩টায় জসমতপুর প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এলাকার হতদরিদ্র ৫০ জন শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। রহিমপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য আলী আশরাফ চৌধুরী সেলিমের সভাপতিত্বে হাফিজ হাসান আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ১নং রহিমপুর ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুল বাছিত চৌধুরী, হাজ্বী আব্দুল মছব্বির বাদশা, মো:আব্দুল গণি, আব্দুর রহমান, আব্দুল মুকিত, সাবেক ইউপি সদস্য জুনেদ খান, রাকিব খান, সামসুদ আহমদ, হান্নান আহমদ, সমাজ সেবক জামাল চৌধুরী, মো: মোজাক্কের আহমেদ ফটিক, ইউপি সদস্যা সন্ধারানী পাল, মো: নজরুল ইসলাম,হাফিজ আবু হানিফা প্রমুখ। এছাড়াও উপস্তিত ছিলেন, জসমত পুর প্রবাস বাংলা সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি হাফিজ মো: হাসান আহমেদ, সহ-সাধারণ সম্পাদক আবুল খায়ের মধু, সদস্য মাওলানা মিজানুর রহমান মামুন, মো:শুয়েব আহমদ, সালাহ উদ্দিন আহমদ সামছু, রাসেল আহমদ, মো: আনোয়ার মিয়া, আব্দুস সামাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।