বিরলে ৫৫৬ গৃহহীন পরিবারকে সরকারি অর্থায়নে পাকাগৃহ প্রদানের প্রস্তুতি প্রায় সম্পন্ন হতে চলেছে। মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীন গৃহহীন ও ভূমিহীনদের জন্য গৃহ নির্মাণ কাজ পুরোপুরি সম্পন্ন হলে উপজেলার ১২ টি ইউনিয়নে সরকারি খাস জমিতে নবনির্মিত এসব ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হতে পারে কিছুদিনের মধ্যেই।উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জাবের মোঃ সোয়াইব জানান, উপজেলায় গৃহহীন ও ভূমিহীন ৫৫৬ টি পরিবার রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সরাসরি এসব পাকা ঘর নির্মাণ করা হয়েছে। বেশ কয়েকটি ইউনিয়নে ইতিমধ্যে পাকা ঘরগুলো মানসম্পন্নভাবে নির্মাণ করা হয়েছে। বাকিগুলোর নির্মাণ কাজ চলমান রয়েছে। আর কিছুদিনের মধ্যেই সবগুলো ঘর নির্মাণ পুরোপুরি সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।অপরদিকে, ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো এখন স্বপ্ন দেখছে পাকা বাড়ীতে নিজস্ব আবাস গড়ার। প্রতিক্ষার পালা শুধু আনুষ্ঠানিকতার। ধর্মপুর, ভান্ডারা, শহরগ্রাম, ধামইর, আজিমপুর, ফরক্কাবাদ, মঙ্গলপুর, শহরগ্রাম, পলাশবাড়ী ও বিজোড়া ইউপিসহ উপজেলার পাকা ঘর পেতে যাওয়া অনেকে এ প্রতিবেদকের নিকট মন্তব্য করে বলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জাবের মোঃ সোয়াইব ঘর নির্মাণ কাজের শুরুতে তাঁদের ঘর নির্দিষ্টভাবে দেখিয়ে দেয়ায় ভালোভাবে নির্মাণকাজ দেখে নেয়ার সুযোগ হয়েছে তাঁদের। অনেকে ঠিকমত পাকাঘরের দেয়ালে পানি ভিজিয়েও নিয়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাসহ সরকারি কর্মকর্তাগণ নিয়মিতভাবে নির্মাণ কাজ পরিদর্শনের ফলে ঘরগুলোর নির্মাণ কাজ মজবুত হয়েছে।পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুস শুকুর জানান, জেলা ও উপজেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের সার্বক্ষণিক পদচারণায় নির্মাণ কাজ অত্যন্ত ভালো হয়েছে।