বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ মানুষ কেন তাদের ওপর বিক্ষুব্ধ, গণমাধ্যমের তা স্পষ্ট করা উচিত : নাহিদ ইসলাম

দৌলতদিয়ায় ফেরি স্বল্পতায় ভয়াবহ দুর্ভোগ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি স্বল্পতায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। প্রতিদিনই মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট লেগেই থাকছে। এতে ভোগান্তির যেন অন্ত নেই এ রুটের যাত্রী ও চালকদের। আগে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ১৮টি ফেরি চলাচল করতো। বর্তমানে সেখানে ১১টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরি স্বল্পতায় এ রুটে গত কয়েকদিন ধরেই যানজট লেগে আছে।
গতকাল মঙ্গলবার সকাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া উভয় ফেরিঘাট ও গোয়ালন্দ মোড় এলাকার মহাসড়কের প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক যানজটে আটকে থাকতে দেখা গেছে। এতে চালকেরা পড়ছেন নানা ধরণের সমস্যায়।
অন্যদিকে আরিচা ও কাজিরহাট নৌরুটে নতুন করে ফেরি চলাচল শুরু হওয়ায় দৌলতদিয়া-পাটিুরয়া নৌ রুটের কয়েকটি ফেরি সেখানে স্থানান্তর করা হয়েছে। এছাড়া ২টি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। এদিকে ফেরি সঙ্কট দেখা দেয়ায় এ রুটে ট্রিপ সংখ্যাও কমে গেছে।

বি আইডব্লিউটিসি’র সহকারী ঘাট ব্যাস্থাপক মো. খোরশেদ আলম বলেন, আরিচা–কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হওয়ায় সেখানে দৌলতদিয়া পাটুরিয়া-নৌরুটের দুটি ফেরি স্থানান্তর করা হয়েছে। যে কারণে দৌলতদিয়ায় ফেরি সঙ্কট রয়েছে। আর এ কারণে প্রতিদিনই যানজট লেগে থাকছে। তিনি বলেন, যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। পণ্যবাহী ট্রাকগুলো সিরিয়ালে পারাপার করার কারণে তাদের যানজটে থাকতে হচ্ছে। আজ এ নৌরুটে ১১টি ছোট বড় ফেরি চলাচল করছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com