ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। আজ (সোমবার) কলকাতা মোহামেডানের হয়ে এবারের আসরে নিজের শেষ ম্যাচটি খেলেছেন তিনি। এই ম্যাচে তাকে সম্মান জানিয়ে অধিনায়ক করেছে ক্লাবটি।
ভারতের মাটিতে ভারতীয় কোনো দলকে নেতৃত্ব দেয়া বাংলাদেশের তৃতীয় অধিনায়ক জামাল ভূঁইয়া। ফুটবল অধিনায়ক হিসেবে দ্বিতীয়। নব্বইয়ের দশকে ইস্ট বেঙ্গলকে নেতৃত্ব দিয়েছিলেন প্রয়াত মোনেম মুন্না। এছাড়া ২০১৫ সালে কপিল দেবের গলফ ফ্র্যাঞ্চাইজি পুনের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশের তারকা গলফার সিদ্দিকুর রহমান। দলকে নেতৃত্ব দেয়া ম্যাচে জামাল আজ খেলেছেনও দুর্দান্ত। কলকাতা মোহামেডান চার্চিল ব্রাদার্সের বিপক্ষে পেয়েছে ৪-১ গোলের জয়ে। দলের ৪ গোলের মধ্যে দুটিই ছিল জামালের অ্যাসিস্টে।
ম্যাচে জামাল ভূঁইয়া দলের প্রথম গোল করিয়েছেন হিরা মন্ডলকে দিয়ে ১৬ মিনিটে এবং ৮৬ মিনিটে তৃতীয় গোল করিয়েছেন পেড্রো মানজিকে দিয়ে। সবমিলিয়ে জামাল আই লিগে এবার কলকাতা মোহামেডানের হয়ে ১৩ ম্যাচের মধ্যে ১২টিই খেলেছেন। ইনজুরির কারণে একটি ম্যাচ খেলতে পারেননি।