শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৮:২৪ পূর্বাহ্ন

জামালপুরে জুটমিলের পাট ব্যবসায়ী, শ্রমিক কর্মচারীদের বকেয়া পরিশোধ

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় সোমবার, ৫ এপ্রিল, ২০২১

জামালপুরের সরিষাবাড়ীর এআরএ জুট মিলের পাট ব্যবসায়ী,শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করেছে কর্তৃপক্ষ। জামালপুর শহরের তমাল তলায় গ্র্যান্ড সাফি হোটেলের কনফারেন্স রুমে সোমবার দুপুরে চেক ও নগদ অর্থ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এআরএ জুট মিলস লিমিটেডের চেয়ারম্যান শামসুল আরেফীন সাদী পাট ব্যবসায়ী,শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীদের হাতে চেক ও নগদ অর্থ তুলে দেন। এআরএ জুট মিলে ৩৮ জন পাট ব্যবসায়ীকে ১ কোটি ১৬ লাখ টাকার চেক, ১২৩ জন পাট শ্রমিককে ১ কোটি ১৭ লাখ টাকা ও ৫৩ জন কর্মকর্তা-কর্মচারীর হাতে ১৩ লাখ ৯৭ হাজার টাকা নগদ অর্থ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ পৌরসভা চেয়ারম্যান মির্জা গোলাম কিবরিয়া কবির,জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা,এডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ,মাদরগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ফরিদুল ইসলাম আর্টিসান ডেভলপারের চেয়ারম্যান আনিসুর রহমান ও ম্যানেজিং ডিরেক্টর আজিজুল হক প্রমুখ। পাট ব্যবসায়ী,শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিনের বকেয়ার টাকা হাতে খুশিতে আত্মহারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com