রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩১ অপরাহ্ন

কালিয়াকৈরে স্বামী-ছেলেদের বিরুদ্ধে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ, বেঁধে রাখা হয় শিকলেও

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

গাজীপুরের কালিয়াকৈরে স্বামী-ছেলেদের বিরুদ্ধে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে পাগল পরিচয় দিয়ে তাকে লোহার শিকলে বেঁধে রাখার। এসব ঘটনায় ওই বৃদ্ধা বাদী হয়ে রোববার দুপুরে কালিয়াকৈর থানায়একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই বৃদ্ধা হলেন, কালিয়াকৈর উপজেলার কাথাচুরা এলাকার মৃত রাইজ উদ্দিন মুন্সির মেয়ে সুকিতন(৭০)। এলাকাবাসী, ও বৃদ্ধার পরিবার সূত্রে জানা গেছে, গত ৫০ বছর আগে কালিয়াকৈর উপজেলার ঠেঙ্গার বান্দ এলাকার মৃত ছুলু মিয়া ওরফে ছলু মিস্ত্রির ছেলে হাবিবুর রহমান ওরফে হবু মিস্ত্রীর সঙ্গে সুকিতনের ইসলামিক শরিয়ত মোতাবেক পারিবারিক ভাবে বিয়ে হয়। দীর্ঘ বছর সংসার জীবনে তিনি সুরুজ মিয়া, সুলতান মিয়া, সুজন মিয়া ও তাহমিনা আক্তার নামে চার ছেলে-মেয়ের জননী হন। কিন্তু ছেলে-মেয়ে বড় হলে তাদের বিয়ে দিলে তারা পৃথক ভাবে সংসার শুরু করে। এরপর থেকে তার জীবনে নেমে আসে অন্ধকার। বিভিন্ন সময় তিন ছেলের কু-পরামর্শে তার স্বামী হবু মিস্ত্রী বিভিন্ন সময় নির্যাতন করে আসছেন। এক পর্যায় তার ওয়ারিসের সম্পত্তির টাকা নিয়ে ভাগাভাগি করে নেওয়ার পর আবারও নির্যাতন শুরু করে তারা। গত দুই বছর আগে পিটিয়ে তার পা ভেঙ্গে দিলে বাবার বাড়ির লোকজন তার চিকিৎসা করান। তিনি চলাফেরা করতে অক্ষম হয়ে পড়ায় তাকে ভরন-পোষন ও খোজ-খবরও রাখেনা। এমনকি তাদের কাছে কিছু চাইলে তারা ওই বৃদ্ধাকে পাগল পরিচয় দিয়ে গাছের সঙ্গে লোহার শিকলেও বেধে রাখে। সর্বশেষ গত ছয় রোজার দিন তারা ওই বৃদ্ধাকে মারধর করে। তাদের নির্যাতন সহ্য করতে না পেরে ওই দিনই তিনি তার ভাই শামসুল আলম ও আব্দুর রহমানের বাড়িতে চলে যান। কিন্তু তার কোনো খোজঁ-খবর নাদিয়ে উল্টো বিভিন্ন প্রকার ভয়ভীতিসহ হত্যার পর লাশ গুম করার হুমকি দিয়ে আসছেন। এ ঘটনায় ওই বৃদ্ধা সুকিতন বাদী হয়ে রোববার দুপুরে স্বামী হাবিবুর রহমান ওরফে হবু মিস্ত্রী, তিন ছেলে সুরুজ মিয়া, সুলতান মিয়া ও সুজন মিয়ার নামে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওই বৃদ্ধা সুকিতন বলেন, তারা আমার ভরন-পোষন করেনা। কিছু চাইলে আমাকে মারধর করে ও আমাকে পাগল পরিচয় দিয়ে গাছের সাথে লোহার শিকলে বেধে রাখে। ষড়যন্ত্র করে কোনো ক্ষতি করতে পারে, তাই থানায় অভিযোগ করেছি। তবে বৃদ্ধার ছোট ভাই শামসুল আলম জানান, আমার বোনের স্বামী ও তার ছেলেরা বিভিন্ন সময় আমার বোনকে নির্যাতন করে আসছেন। আমার বোনের স্বামী খারাপ প্রকৃতির লোক। তিনি আরেকটি বিয়ে করেছিলেন, তাকেও মারধর করে তাড়িয়ে দিয়েছেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় ওই বৃদ্ধা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com