সরাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল’র নির্দেশে বুধবার সকালে উপজেলার নরুন এলাকার কৃষক আব্দুস সালামের ৩ বিঘা জমির ধান কেটে মাড়াই করে কৃষকের ঘরে ধান তুলে দেন জেলা যুবলীগ। এ সময় উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের আহবায়ক এস.এম. আলতাফ হোসেন, যুগ্ম আহবায়ক সেলিম আজাদ, সদস্য- মাসুদ পারভেজ, আজিজুর রহমান জন, সাহিন খন্দকার, সদর উপজেলা যুবলীগের সভাপতি আমির হোসেন, কালীগঞ্জ উপজেলা যুবলীগের সহ সভাপতি আনোয়ার হোসেন, কাজী সায়েম, সদস্য সোহেল রানা, যুবলীগ নেতা আরিফুল ইসলাম রানা, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ রানা, ইউনিয়ন যুবলীগ নেতা কাজী নাসির উদ্দিন, মীর মুনজারিন, বাহা উদ্দিন আকন্দ বাহার, জুবায়ের আকন্দ প্রমুখ। জেলা যুবলীগের আহবায়ক এস.এম. আলতাফ হোসেন ও যুগ্ম আহবায়ক সেলিম আজাদ বলেন- কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে গাজীপুর জেলা যুবলীগ প্রায় শতাধিক নেতা কর্মীদের নিয়ে বিভিন্ন এলাকায় কৃষকের ধান কেটে মাড়াই করে তা কৃষকের ঘরে তুলে দেয়া হয়েছে। কৃষকের ধান ঘরে তোলার আগ পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যহত থাকবে। কৃষক আব্দুস সালাম বলেন- করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মহামাহারী আকার ধারণ করায় লকডাউনের কারণে ধান কাটার শ্রমীক সংকটে পরেন কৃষকেরা। এ সময় জেলা যুবলীগের নেতৃত্বে আমার ৩ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেয়ায় প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানান ওই কৃষক।