সোনাগাজীতে সাবেক সেনা সদস্য সিরাজুল ইসলাম কর্তৃক পুরাতন কবরস্থান উচ্ছেদ করে জায়গা দখলের প্রতিবাদে ও গণকবর রক্ষায় ৩১শে মে সোমবার দুপুরে সোনাগাজীর চরমজলিশপুর মিয়াজী ঘাট সংলগ্ন স্থানে কবরবাসীদের আত্মীয় স্বজন ও স্থানীয় এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। মানববন্ধনে (চাপরাশি বাড়ীর) কবরস্থানের জমির দাতা মৃত নজিবুর রহমানের পূত্র দেলোয়ার হোসেন জানান- জেলা- ফেনী, থানা- সোনাগাজী, মৌজা- মজলিশপুর, বিএস খতিয়ান নং-২৭৮ এর তার পৈতৃক ৩৩ শতক জমির মধ্যে কবরস্থানের নামে ৫শতক জমি খতিয়ান হয়। পাকিস্তান আমল থেকে তার দাদা-দাদী, বাপ-চাচা, ফুফু সহ আত্মীয় স্বজন ও এলাকার মৃত লোকজনকে এখানে কবর দেওয়া হয়েছে। পার্শ্ববর্তী চরলক্ষ্মীগঞ্জ গ্রামের মৃত নুরনবীর পূত্র ভূমিদস্যু (সাবেক সেনাসদস্য) সিরাজুল ইসলাম(৪২) অবৈধ প্রভাব খাটিয়ে রাতের আধাঁরে কবরস্থানের বাঁশ সহ গাছপালা কেটে নিয়ে যায় ও স্কাভেটর দিয়ে কবরস্থানের মাটি কেটে ৮ফুট গভীর করে পুকুর খনন করে ও মাটি দিয়ে পার্শ্ববর্তী তার জমি ভরাট করে। স্থানীয়রা বাঁধা দিলে সিরাজুল ইসলাম দেলোয়ার সহ স্থানীয়দের মারধোর করেন ও হুমকি ধমকি দেন। হোসাইন আহমেদ, মোঃ মোস্তফা, মোঃ হানিফ, কামরুল ইসলাম, রাশেদ ও ফারুক সহ স্থানীয় এলাকাবাসী জানান- গণকবর রক্ষায় ও সিরাজের অত্যাচার থেকে বাঁচতে গত ২৫/০৫/২০২১ তারিখে দেলোয়ার হোসেন(৩৭) বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় সিরাজুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তারা সিরাজুল ইসলামের জুলুম অত্যাচার থেকে বাঁচতে ও পুরাতন গণকবর রক্ষায় সোনাগাজী মডেল থানা ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।