গাজীপুরের শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকার ফখরুদ্দিন টেক্সটাইল মিল নামে একটি কারখানার জুট ব্যবসা দখলে নিতে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে প্রতিপক্ষের লোকজন। গতকাল শনিবার ও গত বৃহস্পতিবার দুপুরে হাতে রাম দা, লাঠিসোটা নিয়ে ওই কারখনার সামনে মহড়া দেয় তারা। এতে কারখানা এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়। ফখরুদ্দিন টেক্সটাইলের সহকারী ব্যবস্থাপক মো. আবুল কালাম জানান, কয়েক বছর ধরে ফখরুদ্দিন টেক্সটাইলের কারখানার জুট মালামালের ব্যবসা করে আসছেন জেড আলম ও হামীম এন্টারপ্রাইজ নামের দুটি প্রতিষ্ঠান। সম্প্রতি কারখানার তালিকাভুক্ত এই দুটি প্রতিষ্ঠানকে বাদ দিয়ে অপর একটি গ্রুপ জুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে বেশ কিছুদিন ধরে কারখানার বাইরে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায়। এ ঘটনার পর থেকে কারখানার শ্রমিক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।