শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::

দেশের পোশাক শ্রমিকদের ৩৪ শতাংশ টিকা সম্পর্কে জানেন না, নিয়েছেন মাত্র ২ শতাংশ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৭ জুন, ২০২১

বাংলাদেশের শতকরা ৩৪ ভাগ পোশাক শ্রমিক করোনাভাইরাসের টিকা সম্পর্কে জানেন না এবং মাত্র দুই ভাগ পোশাক শ্রমিক করোনার টিকা নিয়েছেন। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) ও মাইক্রোফাইন্যান্স অপরচুনিটিজ (এমএফও) এর এক যৌথ জরিপে এসব তথ্য উঠে এসেছে। গত রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়- জরিপে অংশ নেওয়া তিন-চতুর্থাংশের বেশি উত্তরদাতা ছিলেন নারী শ্রমিক, যা সামগ্রিকভাবে এ খাতের বাস্তব চিত্রের প্রতিফলন। করোনার কারণে জারি করা লকডাউন এবং টিকার ব্যাপারে তৈরি পোশাক খাতের শ্রমিকদের সচেতনতা ও মতামতের ওপর জরিপে আলোকপাত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২৮৫ জন পোশাক শ্রমিকের একটি নির্বাচিত পুল থেকে (গত ২৩ এপ্রিল, ২০২১) ফোনে পরিচালিত জরিপের মাধ্যমে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, জরিপে অংশগ্রহণকারী মাত্র দুই শতাংশ শ্রমিক করোনার টিকা নিয়েছেন। যদিও ৬৯ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, সুযোগ থাকলে তারা টিকা নিতে চান। অন্যদিকে ৩১ শতাংশ জানিয়েছেন যে তারা টিকা নিতে চান না। এই ৩১ শতাংশের মধ্যে আবার ৪৮ শতাংশ জানিয়েছেন যে তাদের শরীরে টিকার পার্শ্বপতিক্রিয়া হতে পারে, অসুস্থ হতে পারেন বা মারা যেতে পারেন, এসব আশঙ্কায় তারা ভীত। এছাড়াও ‘ভ্যাকসিন কর্মসূচি’র জন্য উপযুক্ত কিনা এমন প্রশ্নের উত্তরে জরিপে অংশগ্রহণকারী ৩৪ শতাংশ জানিয়েছেন যে এ বিষয়ে তারা কিছুই জানেন না এবং ২৩ শতাংশ টিকা নেয়ার কোনো উপকারিতা আছে বলে মনে করেন না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com