গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আম্বালা ফাউন্ডেশনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার আম্বালা ফাউন্ডেশনের কোটালীপাড়া অফিসের হলরুমে স্বাস্থ্যবিধি মেনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আম্বালা ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মোঃ আতিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিক মিজানুর রহমান বুলু, এইচ এম মেহেদী হাসানাত, রতন সেন কংকন, গৌরাঙ্গ লাল দাস, মোঃ জাহিদুল ইসলাম, মেহেদী হাসান, বাইজীদ সাদ, আম্বালা ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার রঞ্জিত মল্লিক, হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ বক্তব্য রাখেন। আম্বালা ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মোঃ আতিকুজ্জামান বলেন, আম্বালা ফাউন্ডেশন ২০১৯ সাল থেকে কোটালীপাড়া-টুঙ্গিপাড়া উপজেলায় মৎস্যজীবীদের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত এ অফিসের মাধ্যমে ১৩হাজার ১শত উপকারভোগীকে আর্থ সামাজিক উন্নয়নে বিভিন্ন ধরণের সহযোগিতা করা হয়েছে।