চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের উত্তর কাহারিয়ঘোনা খোন্দকারপাড়া জামে মসজিদ মাতামুহুরী নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার শংকায় চকরিয়া-পেকুয়ার মাননীয় এমপি’র হস্তক্ষেপ কামনা করে, ১ জুলাই সকাল ১০টা নাগাদ স্থানীয় ঠীকাদার মিজানুর রহমান ্ও সাংবাদিক বি এম হাবিব উল্লাহ]র নেতৃত্বে শতাধিক লোকজন মানব বন্ধনের মতো সমাবেশে মিলিত হয়ে মাতামুহুরী নদীর কিনারায় মসজিদ রক্ষার দাবী জানিয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন। এ নিয়ে এদিন বেলা ১১টা নাগাদ সাংবাদিকরা ফেসবুকে একটি ভিডিও চিত্র প্রদর্শন করলে তা মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। তৎমুহুর্তেই চকরিয়া পৌরসভার সতন্ত্র মেয়র প্রার্থী ও বর্তমান ৬নং ওয়ার্ডের কাউন্সিলার জিয়াবুল হক ও তার সাথে সংগিয় লোকজন মসজিদ স্থল এসে মাতামুহুরী নদীর বিভিন্ন পাশ পরিদর্শন করেন। তিনি বলেন, এ বিষয়য়ে চকরিয়া-পেকুয়ার মাননীয় সাংসদ জাফর আলমের সু দৃষ্টি অত্যাবশ্যকিয়। এ সাথে পানী উন্নয়ন বোর্ডেরর সংশ্লিষ্ট উর্ধ্বতন কতৃপক্ষেরও দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এদিকে একই দিন বিকেল ৩টা নাগাদ মসজিদস্থল ও ভাংগন কবলিত ঝুকিপূর্ণ মাতামুহুরী নদীর কিনারে এসে স্ব-দলবলে হাজির হন চকরিয়া-পেকুয়ার মাননীয় সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ জাফর আলম এমপি। এ সময় উপস্থিত ছিলেন, কক্সবাজার পানী উন্নয়ন বোর্ডের নিবাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, চকরিয়া পৌর আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিঠু, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আবু মুছা, চকরিয়া ঠীকাদার সমিতির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী ও চকরিয়া সাংবাদিক ফোরামের সভাপতি বি এম হাবিব উল্লাহ প্রমুখ। প্রতিবেদকের সাথে আলাপকালে এমপি জাফর আলম বলেন, অচীরেই খোন্দকারপাড়া জামে মসজিদটি মাতামুহুরী নদীর ভাংগন থেকে রক্ষায় সব ধরনের ব্যাবস্থা নেয়া হবে। তিনি বলেন, দেশের সরকার উন্নয়নের সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর বরাত দিয়ে তিনি জানান, সারা দেশে মডেল মসজিদ নির্মান করে আসছে সরকার। এ সাথে চকরিয়া ও পেকুয়ায় যে সব মসজিদ মাদ্রাসা ও স্কুল কলেজ নদীর ভাংগনের কবলে পড়েছে, বিশেষ করে চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের উত্তর কাহারিয়াঘোনা খোন্দকারপাড়া জামে মসজিদ রক্ষায় পানী উন্নয়ন বোর্ডের সহযোগিতায় শিগগির মসজিদ এর দু পাশের নদীর পাড়ে গাইড ওয়াল ও জিও ব্যাগের মাধ্যমে নির্মান কাজ শুরু হবে। এ বিষয়ে তিনি স্থানীয় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।