বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ মানুষ কেন তাদের ওপর বিক্ষুব্ধ, গণমাধ্যমের তা স্পষ্ট করা উচিত : নাহিদ ইসলাম

লকডাউন বাস্তবায়নে কঠোর চট্টগ্রাম দক্ষিণ দোহাজারী হাইওয়ে পুলিশ

দেলোয়ার হোসেন রশিদী সাতকানিয়া (চট্টগ্রাম) :
  • আপডেট সময় বুধবার, ৭ জুলাই, ২০২১

সরকার ঘোষিত লকডাউনে বাস্তবায়নে মহাসড়কে কঠোর অবস্থানে বিরাজমান চট্টগ্রাম দক্ষিণ দোহাজারী হাইওয়ে পুলিশ। হাইওয়ে থানার রেঞ্জভুক্ত চন্দনাইশ মোজাফফরবাদ থেকে চুনতি জাঙ্গালিয়া লোহাগাড়ার শেষ সীমানার পর্যন্ত ৪৮ কিলোমিটার মহাসড়কে নিয়মিত টহল সচেতনতার জোরদার প্রচেষ্টায় কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দোহাজারি রেঞ্জে মানুষের উপস্থিতি নেই বললেই চলে। ব্যক্তিগত যানবাহনও তেমন একটা দেখা যায়নি। বিভিন্ন সড়কে অল্প কিছু জরুরী সেবায় নিয়োজিত যানবাহন চলাচল করতে দেখা যায়। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এলাকায় বেশির ভাগ দোকানপাট বন্ধ ছিল। গণমাধ্যমসহ বিভিন্ন জরুরি সেবা প্রতিষ্ঠানের যানবাহন ও পণ্যবাহী কিছু যান চলছে। লকডাউন বাস্তবায়নে এবার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সব অফিস দুই দফায় ১৪ দিনের জন্য বন্ধ রয়েছে। লকডাউন কার্যকর করতে দক্ষিণ চট্টগ্রামের দোহাজারী হাইওয়ে থানা পুলিশ আরকান সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে। জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি যাত্রী ও চালকদের কাছে জবাবদিহীতা নিশ্চিত করা হচ্ছে। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রব জানান, “সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে ও জনগণের স্বাস্থ্য সুরক্ষায় আমরা মাঠে রয়েছি। করোনার প্রাদুর্ভাবের পরেও সচেতনতার অভাবে মানুষ বিভিন্ন অজুহাতে রাস্তায় বের হচ্ছে। আমরা তাদের বুঝিয়ে বাসায় রাখার চেষ্ঠা করছি। করোনা মহামারি নিয়ন্ত্রণে রাখতে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ বদ্ধপরিকর।”




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com