বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন

জামালপুরে করোনা আক্তান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন বিতরণ

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৭ জুলাই, ২০২১

বাংলাদেশ আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপির সার্বিক নির্দেশনায় জামালপুর পৌর এলাকায় করোনায় আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার ৬ জুন দুপুরে অক্সিজেন সিলিন্ডার বিতরণের শুভ উদ্বোধন করেন জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু। জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি বর্তমান করোনা পরিস্থিতির কথা চিন্তা করে এ অক্সিজেন ক্রয় ও বিনামূল্যে বিতরণের নির্দেশ দেন। ভবিষ্যতে প্রয়োজন হলে আরো অক্সিজেন আনা হবে । অক্সিজেন সিলিন্ডারগুলো করোনায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে বিতরণ করা হবে। সুস্থ হওয়ার পর আবার অক্সিজেন ফেরত নেয়া হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি সার্বক্ষণিকভাবে জামালপুর পৌরবাসীর খোজ খবর রাখছেন। এর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।এ সময় পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। করোনাকালীন সময়ে সর্বোচ্চ অক্সিজেন সাপোর্ট নিয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সাধুবাদ জানান তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com