বৈশ্বিক মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে। এই ভাইরাসে মৃত্যুর সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ছাড়িয়ে গেছে। তবে আশার কথা হচ্ছে প্রায় সাড়ে ১২ লাখ করোনা রোগী এই যুদ্ধে জয়ী হয়েছেন।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার বেলা সাড়ে ৩ টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের ৩৭ লাখ ৪৩ হাজার ৪৯৩ জন।
তাদের মধ্যে বর্তমানে ২২ লাখ ২৬ হাজার ৪৭৮ জন চিকিৎসাধীন এবং ৪৯ হাজার ২৫০ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১২ লাখ ৪১ হাজার ৮৯৪ জন সুস্থ হয়ে উঠেছেন এবং দুই লাখ ৫৮ হাজার ৮৪৬ জন মারা গেছেন এই রোগে।
করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে দুই লাখ ৬২৮ জন, স্পেনে এক লাখ ৫৪ হাজার ৭১৮, ইতালিতে ৮৫ হাজার ২৩১, ইরানে ৮০ হাজার ৪৭৫, চীনের মূল ভূখণ্ডে ৭৭ হাজার ৯১১, তুরস্কে ৭৩ হাজার ২৮৫ এবং ফ্রান্সে ৫২ হাজার ৭৩৬ জন সুস্থ হয়ে উঠেছে।
এ ছাড়া কানাডায় ২৬ হাজার ৯৯৩ জন, সুইজারল্যান্ডে ২৫ হাজার ৪০০, অস্ট্রিয়ায় ১৩ হাজার ৪৬২, বেলজিয়ামে ১২ হাজার ৪৪১, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৩৩৩, অস্ট্রেলিয়ায় পাঁচ হাজার ৯৭৫ ও মালয়েশিয়ায় চার হাজার ৫৬৭ জন সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ১৭ ডিসেম্বর চীনের উহান থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এমআর/প্রিন্স