শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩০ অপরাহ্ন

লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের ৭২তম জন্ম বার্ষিকী উদযাপন

তৈয়ব আলী লামা (বান্দরবান) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলার স্থপতি, ইতিহাসের মহানায়ক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্ম বার্ষিকী উদযাপন করা হয়। লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে (৫ আগষ্ট ) বৃহস্পতিবার দিবসটি যথাযথ ভাবে পালনের জন্য স্বাস্থ্য বিধি মেনে সকাল ৭ টায় উপজেলা নির্বাহী অফিসার, মোঃ রেজা রশীদ এর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান, মোস্তফা জামাল এর নেতৃত্বে লামা উপজেলা পরিষদের স্মৃতি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা শহিদ শেখ জামালের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় অফিসার ইনচার্জ লামা থানা, মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ প্রশাসন পুষ্পস্তবক অর্পণে অংশ গ্রহন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল ১৯৪৯ সালের ৫ই আগষ্ট গোপালগঞ্জের টুঙ্গী পাড়ায় জন্ম গ্রহন করেন, পাঁচ ভাই – বোনের মধ্যে তিনি দ্বিতীয়। শেখ কামাল ছাএ জীবনে তার শিষ্ঠাচার এবং উদার – নৈতিক মানবিক গুনাবলী প্রশংসনীয় ছিল, শেখ কামাল ছিলেন সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক, খেলা ধুলায় রয়েছে তার সবচেয়ে বড় অবদান, শেখ কামাল ছিলেন সংস্কৃতি জগতে এক উজ্জ্বল নক্ষত্র। এ ক্ষেত্রে তার ছিল ত্রিমুখী প্রতিভা। রাজনৈতিক ক্ষেত্রে শেখ কামালের নেতৃত্ব ছিল অত্যন্ত প্রশংসনীয়। এ সময় উপস্হিত ছিলেন, লামা পৌর সভার মেয়র জহিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য, ফাতেমা পারুল ও আলহাজ্ব শেখ মাহবুবুর রহমান, অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বাথোয়াইছিং মার্মা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, প্রদিপ কান্তি দাশ, পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ রফিক, সরকারী – আধা সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা – কর্মচারি, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com