বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগর দক্ষিন শাখার নবগঠিত কমিটির সদস্য সচিব ও ফেনী-১ নির্বাচনী আসনের বিএনপির সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনুর সার্বিক সহযোগিতায় ফুলগাজী উপজেলা বিএনপি এবং অংগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ৪শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৬ আগষ্ট (শুক্রবার) বিকেলে ফুলগাজী সদর ইউনিয়নের শ্রীপুর গ্রামে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল গোলাপ, যুগ্ম আহ্বায়ক মাস্টার আবুল খায়ের, শহীদুল্লাহ্ মজুমদার, কালাম মাস্টার, আক্তারুজ্জামান আজিম, উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল হোসেন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহীন, ইবরাহিম হোসেন, কফিল উদ্দিন পাটোয়ারী, মোঃ ফারুক ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী রাসেল মাহমুদ রসুল, যুগ্ম আহ্বায়ক এম এ হাশেম পারভেজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইউসুফ, সদস্য সচিব কাজী আবদুল আলীম বাবু সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন জানান, দেশে করোনা মহামারী কারনে অসহায় ও দারিদ্র্য পরিবার গুলো খাদ্য সংকটে ভুগছে। এই অসহায় পরিবার গুলোর পাশে দাড়ানোর নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। সে নির্দেশনা বাস্তবায়ন করার লক্ষে আমরা এই খাদ্য সামগ্রী বিতরণ করছি।