শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৮ অপরাহ্ন

দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির উদ্যোগে নতুন সদস্যদের যোগদান

দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১

স্বাস্থ্য বিধি মেনে ৭ আগষ্ট শনিবার বালুবাড়ী সংগঠনের অফিস কার্যালয়ে দিনাজপুর বেসরকারী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতি’র (রেজিঃ-০০০৪২৮) আয়োজনে আলোচনা সভা ও নতুন সদস্যদের যোগদান ও ফুল দিয়ে বরণ করা হয়। সংগঠনের সহ সভাপতি, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সোহেল হোসেন এর সভাপতিত্বে নতুন সদস্যদেও যোগদান ও বরণ অনুষ্ঠানে স্বা গত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান নিউ। সংগঠনের চলমান অগ্রগতিকে সামনে রেখে এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে বক্তব্য রাখেন যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আকতারুজ্জামান সবুজ, সহ সাধারণ সস্পাদক মোঃ আবু রায়হান ইভা, সাংগঠনিক সম্পাদক মোঃ বজলুর রশিদ বুলু, অথ্য সম্পাদক মোঃ আতিকুর রহমান, তথ্য ও যোগাযোগ সম্পাদক বিশ্বজিৎ কুমার রায় বকুল, দপÍর সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক, নির্বাহী সদস্য মোঃ তোফায়েল আহম্মেদ, মোঃ তানভীর চৌধুরী, মোঃ একরামুল হক মোল্ল্যা। আলোচনা সভা শেষে স্বদেশ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক শ্রী জগদীশ চন্দ্র রায় ও নিউ যমুনা ক্লিনিকের মালিক মোঃ জাকির হোসেনকে মালিক সমিতির নেতৃবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেয়। এসময় শ্রী জগদীশ চন্দ্র রায় বলেন, একটি সংগঠনের চাবিকাঠি হলো তার সদস্য। সদস্যদের যে কোনো সমস্যায় কমিটির নেতৃবৃন্দকে এগিয়ে আসতে হবে। সদস্যরা শক্তিশালী হলে সংগঠন শক্তিশালী হবে। সভাপতির বক্তব্য সৈয়দ সোহেল হোসেন বলেন, বর্তমান সরকারের অঙ্গিকার প্রতিটি নাগরিকের দোড় গোরায় স্বাস্থ্য সেবা প্রদান করা। সরকারের পাশাপাশি আমরা জনগনকে স্বাস্থ্য সেবা প্রদানের ক্ষেত্রে সহযোগিতা করে আসছি। সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহামান নিউ বলেন, আমরা সকলের সহযোগিতায় এই সংগঠনকে একটি স্বাস্থ্য সেবার মডেল সংগঠন হিসেবে গড়ে তুলতে চায়। সদস্যদের আপদে বিপদে এই কমিটি নিবেদিত প্রান হিসেবে কাজ করে যাবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com