লাকসাম উপজেলা যুবলীগের উদ্যোগে করোনায় আক্রান্তদের জন্য ফ্রি ঔষধ, অক্সিজেন, মাস্ক ও অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে ভার্চুয়াল অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্য দক্ষতার সাথে বহুমুখী নির্দেশনা দিয়েছেন। সে নির্দেশনার আলোকে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রত্যন্ত অঞ্চলে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। তদুপরি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমরা ভালো আছি। তিনি বর্তমান ক্রান্তিকালে করোনা রোগীদের চিকিৎসার উদ্যোগ নেয়ায় লাকসাম উপজেলা যুবলীগ নেতা-কর্মীদের ধন্যবাদ জানান। উপজেলা যুবলীগ আহবায়ক অধ্যাপক মোঃ আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, ওমর ফারুক, যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন মজুমদার, মনির হোসেনসহ যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।