শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন

লিও ক্লাব অব চিটাগাং খুলশী ব্লুর মাসিক সভা, পুরস্কার বিতরণ

কামরুল ইসলাম মিরসরাই (চট্টগ্রাম):
  • আপডেট সময় শনিবার, ১৪ আগস্ট, ২০২১

লিও ক্লাব অব চিটাগাং খুলশী ব্লু’র মাসিক সভা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার (১৪ আগষ্ট) বিকেলে চট্টগ্রামের সিএলএফ ভবনের ৩য় তলায় প্রকৃতি হলে অনুষ্ঠিত হয়। এসময় ২০২১-২০২২ ইং এর লিও ক্লাব অব চিটাগাং খুলশী ব্লু’র পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও লিও ক্লাব ক্যুইজ কনটেস্টের ৩ জন এবং বেস্ট ফটোগ্রাফি কন্টেস্টের ৩জনকে পুরস্কার দেয়া হয়। এছাড়া সকালে হালিশহরে মোহাম্মদীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৫০জন এতিম শিশুর মাঝে দুপুরের খাবার ও শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রিজিওনাল চেয়ারপার্সন লায়ন জিনাত করিম রিটা,জোনাল চেয়ারপার্সন লায়ন রেজাউল ইসলাম ভূঁইয়া, লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশির সেক্রেটারী লায়ন রাসেদা আক্তার মুন্নি, লিও জেলা সভাপতি লিও আফিফা ইসলাম, জেলা সচিব লিও আতিক শাহরিয়ার সাদিফ, জেলা কোষাদক্ষ্ লিও ইসমাইল বিন আজিজ আলভী, জেলা যুগ্ন সচিব লিও জাহিদুল ইসলাম,জেলা যুগ্ন কোষাদক্ষ লিও ওমর ফারুক, লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশি এর সভাপতি লায়ন এম ইউসুফ চৌধুরী এমজেএফ, আইপিপি লিও সুজন দাস,সহ সভাপতি লিও রাজিব পাল, সচিব লিও রাশেদুল ইসলাম, লিও মহসিন, লিও ক্লাব অব চিটাগং খুলশি ব্লু এর সভাপতি মোঃ শাহাদাত হোসাইন, সহ সভাপতি লিও রাজিব পাল, সচিব লিও রাশেদুল ইসলাম, লিও তানজিদ, লিও সাদেক,লিও রিগেল,লিও সামির,লিও সাব্বির, ,লিও সাদেক, লিও কামরুল,লিও শাখাওয়াত, লিও জান্নাত, লিও আসমা, লিও রিগাল, লিও সামির, লিও মিনহাজ, লিও ফরহাদ, লিও অন্তর, লিও নিয়াজ, লিও তানজিদ সহ প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com