ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের মুন্সিরহাট ইউপি কামাল্লা বাজার সড়কে দীর্ঘদিন ধরে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে এ সড়ক দিয়ে শত শত যাত্রীবাহী ছোট ছোট পরিবহণ ও মালবাহী পরিবহনে যাতায়াতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এ সড়কের বিভিন্ন স্থানে কাদামাটিসহ ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়েছে এই সড়কের পাশ ঘেষে বসবাসরত হাজার হাজার স্কুল ও মাদ্রসাগামী এবং পরিবহন শ্রমিকরা। ঐসব গর্তের উপর দিয়ে অটোরিকশা,ইজিবাইক, মালবাহী গাড়ি কিংবা যাত্রীবাহী ছোট ছোট যানবাহন উল্টে গিয়ে সড়কে দুর্ঘটনার মতো ঘটনাও ঘটছে প্রতিদিন। গত বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, নতুন মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের উল্টা দিকে নোয়াপুর থেকে কামাল্লা যাওয়ার সড়কের প্রায় ৫ কি.মিটার সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ আর গর্তে এবং কাদামাটিতে বেহাল দশায় পরিণত হয়েছে সড়কটি। বর্তমানে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের মধ্যে পানি জমে মনে হয় যেন পুকুরে পরিণত হয়েছে। সড়কটিতে কোথাও কোথাও দুই-তিন ফুট গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া সড়কটিতে বৃষ্টির পানি জমে কাদায় একাকার হয়ে গেছে। এমতাবস্থায় ঐ জলাবদ্ধতার পানি ও কাদামাখা সড়কটি দিয়েই শত শত যানবাহনসহ হাজার হাজার মানুষ চরম দূর্ভোগ নিয়ে চলাচল করছেন। দেখা গেছে এই সড়ক দিয়ে শ্রীপুর, ইসলামপুর, নোয়াপুর, কামাল্লা, জামাই নগর ও তারালিয়া গ্রামের একাংশের লোকজন যাতায়াত করেন। সড়কের পাশে বসবাসরত ভোক্তভোগী ডালিম চৌধুরী জানান, এই সড়কটি দিয়ে শত শত কোমলমতী ছাত্র-ছাত্রী নোয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজমেরী বেগম বালিকা উচ্চ বিদ্যালয়, নতুন বাজার উচ্চ বিদ্যালয়, নোয়াপুর নূরানী মাদ্রাসা, মুন্সিরহাট আলী আজম স্কুল এন্ড কলেজ, ফুলগাজী মহিলা কলেজ ও ফুলগাজী সরকারি কলেজে যাতায়াত করে। এছাড়াও শত শত খেটে খাওয়া মানুষ তাদের নিজ নিজ কর্মস্থলে যাতায়াত করছেন। বর্তমানে এ সড়ক দিয়ে যানবাহন যাওয়াতো দূরের কথা হেঁটে যাওয়াও দুস্কর হয়ে পড়েছে। চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে সব ধরনের শ্রেণি পেশার মানুষকে। এ সড়কটি দ্রুত সংস্কার করার দাবি জানান তিনি। নাম প্রকাশে অনিইচ্ছুক একাধিক ব্যক্তি জানান, জনপ্রতিনিধিরা নির্বাচন সামনে আসলে রাস্তাটি পাকা করন করে দিবে বলে আশ্বাস দিলেও নির্বাচন শেষ হয়ে গেলে তারা আর মনে রাখে না। এলাকার লোকজন একাধিকবার জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েও কোন প্রকার কাজের চিত্র তারা দেখতে পাননি। এই বিষয়য়ে মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন বলেন, সড়কটির জন্য তিনি দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু বিভিন্ন কারনে সড়কটির কাজ হচ্ছে না। তিনি আরো বলেন সড়কটি এলজিইডি’র সড়ক। এই সড়কটি বরাদ্দ হওয়ার জন্য সকল প্রকার ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আশা করি সড়কটি দ্রুত সংস্কার করা হবে।