গাইবান্ধার সাদুল্লাপুরে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর+পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি সাদুল্লাপুরে বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।রবিবার দুপুরে সাদুল্লাপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন ও উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম কোরবান আলীর পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে কমপ্লেক্স হল রুমে জাতীয় শোক দিবস উৎযাপন কমিটির সভাপতি খন্দকার জিল্লুর রহমানের সভাপতিত্বে ১৫ আগস্টের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি সাদুল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব, বাংলাদেশ আওয়ামীলীগ উপজেলা শাখার সহ- সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল জলিল, সহ-সভাপতি মোজাহারুল ইসলাম, বাংলাদেশ কৃষকলীগ উপজেলা শাখার সভাপতি জহুরুল হক,যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিদ্যুৎ কুমার আলো, ছাত্রলীগের সভাপতি মোন্তেজার রহমান চঞ্চল। আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী, রশিদ আজমী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এজেডএম সাজেদুল ইসলাম স্বাধীন, ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুশফিকুর রহমান রুবেল, কৃষকলীগ জামালপুর ইউনিয়ন শাখার সভাপতি ফারুকুল ইসলাম ফারুক, সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহুল, কৃষকলীগের নেতা জেলাল আকন্দ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসটিএম রুহুল আলম।