হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এ প্রজন্মের কাছে আরো বেশী করে তুলে ধরেছেন গাইবান্ধার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ নুরুল আলম। তিনি মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মকে জানান দিতে তার হাতে গড়া শিক্ষালয় আমার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাম্পাসে গড়ে তুলেছেন মুজিব গ্যারালী। এখানে জাতির জনকের সংগ্রামী জীবনের নানা কর্ম স্বচিত্রে তুলে ধরেছেন। এছাড়াও নুরুল আলম মাস্টার বিশ্বের ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জীবনের নানা দিক তুলে ধরেছেন এই প্রদর্শনীতে। করোনাকালীন এ সময় স্কুল কলেজ বন্ধ থাকলেও স্বাস্থ্য বিধি মেনে প্রতিদিন অনেক শিক্ষার্থী এসছেন এই মুজিব গ্যারালীতে। স্বচিত্রে দেখছেন জানছেন মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের নানা কর্ম স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। মুজিব শতবর্ষ ও ১৫ আগস্ট জাতিয় শোক দিবস উপলক্ষে এমন উদ্যোগ প্রশংসনীয় বলে জানান বিশিষ্টজনরা। গতকাল ১৮ আগস্ট দুপুরে গাইবান্ধার পুলিশ সুপার মোঃ তৌহিদুল ইসলাম মুজিব গ্যালারী ও প্রদর্শনী পরিদর্শন করেন। তিনি এসময় পুরো গ্যালারী ও প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেন। এসময় তিনি সাংবাদিকদের মাঝে সংক্ষিপ্ত অনুভূতি ব্যক্ত করে বলেন, গাইবান্ধায় এই ব্যতিক্রমী উদ্যোগ সকলকে উজ্জীবিত করেছে। মহতি উদ্যোগ গ্রহন করার জন্য জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক নুরুল আলম ভূয়সী প্রশংসা করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ আবু খায়ের, গাইবান্ধা জেলা প্রেসক্লাব সভাপতি শেখ হাবিবুর রহমান, গাইবান্ধা সদর থানার ওসি মোঃ মাসুদার রহমান, গাইবান্ধা জেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ রাহুল ইসলাম রুবেল, জেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হোসেন রানা সাংবাদিক এন এ জোহা প্রমুখ।