শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৯ অপরাহ্ন

সিরাজগঞ্জে করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার রোধে জনসচেতনতামূলক কর্মশালা

বদরুল আলম দুলাল সিরাজগঞ্জ :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

‘মাস্ক আমার-সুরক্ষা সবার’ এই স্লোগানে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাস সংক্রমন বিস্তার রোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এটুআই ও আইসিটি বিভাগের কারিগরি সহায়তায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ। অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) শারমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য্য, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনির হোসেন। কর্মশালায় করোনা ভাইরাস সংক্রমন বিস্তার রোধে জনসচেতনতা বাড়াতে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সচিব কামরুন্নাহার, অতিরিক্ত সিভিল সার্জন ডাঃ মোঃ শামসুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ শফিউল্লাহ, জেলা ঈমাম সমিতির সভাপতি ও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন শ্রেনী-পেশার প্রতিনিধিরা। কর্মশালায় পাওয়ার প্রেজেন্টেশনের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমন বিস্তার রোধে গৃহীত জনসচেতনতামূলক নানা উদ্যোগ তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) শারমিন সুলতানা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com