শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন

শিং, মাগুর, পবদা, গোলসা মাছ চাষে এগিয়ে যাচ্ছে পলাশবাড়ী

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ২২ আগস্ট, ২০২১

গাইবান্ধার পলাশবাড়ীতে শিং, মাগুর, পব্দা, গোলসা চাষে এগিয়ে যাচ্ছে। ২২ আগস্ট রোববার পলাশবাড়ী উপজেলার বেশকিছু পুকুর সরেজমিনে পরিদর্শন ও পরামর্শ প্রদান করলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার। সকাল ১০ টায় উপজেলার ৬নং বেতকাপা ইউনিয়নের বলরামপুর মৎস্য চাষী মাসুদের ২টি পুকুর ও পূর্ব নয়নপুর গ্রামের শাহিনের ৩টি পুকুর, বরিশাল ইউনিয়নের সাবদিন, ছাউনিয়া, হোসেনপুর ইউনিয়নের হাসবাড়ী ও ঝাপড়ে বিভিন্ন মৎস্য চাষীদের শিং, মাগুর, পব্দা, গোলসা চাষের পুকুর পরিদর্শন করেন এবং মৎস্য চাষীদের দিকনিদের্শনা মুলক পরামর্শ প্রদান করেন। এ ব্যাপারে বেশ কিছু পুকুর মালিক ও মৎস্য চাষীদের সাথে কথা বলে জানা যায় বর্তমানে গ্রাহকের চাহিদা অনুযায়ী শিং, মাগুর, পব্দা, গোলসা ও চিংড়ি মাছ চাষ করে তুলনামূলক ভাবে ভাল দাম পাওয়া যায়। আমরা ইতিপূর্বে রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া, পাঙ্গাশ মাছ চাষ করতাম। কিন্তু বর্তমানে ক্রেতাদের চাহিদা অনুযায়ী আমরা বেছে নিয়েছি শিং, মাগুর, পব্দা, গোলসা মাছ চাষ। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, ২০২০-২১ অর্থ বছরে উপজেলার ১০টি প্রদর্শনী মৎস্য চাষীকে প্রদর্শনী হিসেবে ৪ লাখ ৩০ হাজার টাকা উপকরণ বাবদ প্রদান করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com