শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন

মিরসরাইয়ে লেভেল ক্রসিং এর উপর ব্যারিকেড ভোগান্তিতে ৬ গ্রামের মানুষ

কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১২নং খৈয়াছড়া ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের নয়দুয়ার রেল ক্রসিং এর ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়াায় ভোগান্তিতে পড়ছে ছয় গ্রাম এর প্রায় ১২,০০০ হাজার মানুষ। সরজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা- চট্টগ্রাম হাইওয়ের পূর্বে নয়দুয়ার থেকে পাহাড় এরিয়া পর্যন্ত প্রায় ৭কিলোমিটার এলাকার একমাত্র চলাচলের রাস্তাটি কিছুদিন পূর্ব থেকে রেল লাইনের সংযোগ স্থানে দুই পাশে কিছু সংখ্যা খুঁটি দিয়ে বন্ধ করে দেন রেলওয়ে কর্তৃপক্ষ। নয়দুয়ার রেল ক্রসিং এর উপর ইস্পাত দিয়ে যান চলাচলের পথ রুদ্র করে দেন। এই রাস্তায় পাহাড়ি অঞ্চলের পূর্ব মসজিদিয়া, ভূঞাঁ পাড়া, মৌল্লা পাড়া, ত্রিপূরা পাড়া, উজাইল্লা ত্রিপুরা, নি-চিন্তাপুর গ্রামগুলিতে ক্ষুদ্র নি-গুষ্টি ত্রিপুরা, চাকমা, সহ প্রায় সাড়ে ৫হাজার উপজাতি বসবাস। এই অঞ্চলের মানুষের আয়ের উৎস কৃষিকাজ ও পাহাড় থেকে কাঠ সংগ্রহ। এই রাস্তায় নাপিত্তাছড়া ঝর্ণা থাকায় প্রতিদিন যাতায়াত করে হাজার পর্যটক। দূরদূরান্ত থেকে পর্যটকরা গাড়ি নিয়ে ঝর্ণায় যেতে রেলওয়ে লেভেল ক্রসিং এর আটকা পড়ে যায়। যানবাহন চলাচল বাধাগ্রস্ত হওয়াই সবজি চাষিরাও বিপাকে পড়েছে বলে জানাই স্থানিয়রা। এই ব্যাপারে স্থানিয় বাসিন্দা মফিজুর রহমান বলেন,রেলওয়ে ক্রসিং রাস্তাটি বন্ধ করে দেওয়া আমরা অনেক ভোগান্তি মধ্যে পড়ে গেছি। আগামি মাসে আমাদের গ্রামে দুইটি মেয়ের বিবাহ বন্ধন হবে, কি করে বরযাত্রী যাবে, কিভাবে কন্যা বিদায় দিবো বুঝতে পারছি না। রেলওয়ে কর্তৃপক্ষ ও ইউএনও মহোদয় কাছে বিনীত আবেদন যেন আমাদের সমম্যা টি খুব দ্রুত সমাধান করে দেন। এই ব্যাপারে স্থানিয় ইউপি সদস্য সামছুল আলম বলেন, উপরের নির্দেশে রেলওয়ে কর্তৃপক্ষ ব্যারিকেড দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। যা অতন্ত দুঃখজনক। আমি একজন জনপ্রতিনিধি হিসাবে রেলওয়ে কর্তৃপক্ষ মহোদয়ের কাছে বিশেষ অনুরোধ জ্ঞাপন করছি সাধারন মানুষের যাতায়াত কথা চিন্তা করে এ ব্যারিকেড তুলে পেলা হয় এবং রেল ক্রসিং এর যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। ১২নং খৈয়াছড়া ইউপি চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী বলেন, এই বিষয়ে আমি অবগত আছি। ইউএনও মহোদয়ের সাথে পরামর্শ করে যথার্থ ব্যবস্থা চেষ্ঠা চালাবো। মীরসরাই উপজেলার চিনকি আস্তানা রেল স্টেশনের উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী রিতম চাকমা বলেন, দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য উপরস্থ কর্মকর্তা থেকে নির্দেশে অবৈধ রেলক্রসিং বন্ধ করে দেওয়ার হচ্ছে। তারই প্রেক্ষিতে আমরা আমাদের কাজ করেছি এবং আগামীতেও অবৈধভাবে রেল ক্রসিং বন্ধ করার কাজ চলমান রয়েছে। তারপরেও ১২নং খৈয়াছড়া ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের নয়দুয়ার রেল ক্রসিং টি জনগণের অতীব জরুরী মনে করলে রেল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বরাবর আবেদন করলে যাচাই-বাছাই শেষে রেলগেট স্থাপন ও জনবল নিয়োগ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com