রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন

আগাম শীতকালীন সবজি চাষ, বেলাবরের কৃষকদের মুখে হাসি

প্রদীপ কুমার দেবনাথ বেলাব (নরসিংদী) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

নরসিংদীর বেলাব উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষকরা আগাম শীতকালীন সবজি চাষ করে মৌসুমের তুলনায় দিগুণ দামে বিক্রি করতে পেরে খুব খুশি তারা। তাদের মুখে ফুটে উঠেছে হাসি। চলতি মৌসুমে উপজেলায় শীতকালীন সবজি চাষ করে খরচের তুলনায় কয়েকগুণ লাভবান হচ্ছেন স্থানীয় কৃষকরা। এলাকায় গিয়ে দেখা যায় মাচায় ঝুলছে লাউ, শিম, পটল, শসা ও করলা। কোথাও আবার বেগুন, কপি, বিভিন্ন শাকসহ নানা রকমের নতুন নতুন শীতের সবজি চাষ। এখন বেলাবতে আগাম এ সবুজ সবজি ক্ষেতের দৃশ্য যেন অতি সাধারণ। কৃষকের পাশাপাশি অনেক কৃষাণীরা বসতভিটার পাশে, আঙ্গিনায়, ঘরের পাশে সবজি চাষ করছেন। বসতভিটার আশপাশে এসব সবজির চাষ করতে বেশি জায়গার প্রয়োজন হয়না। তাছাড়া এসব উৎপাদনে খরচও নেই। বর্তমানে তাদের উৎপাদিত সবজিও পরিবারের চাহিদা মিটিয়ে বিক্রি করছে। বারৈচার কৃষক নূর মিয়া বলেন, ‘আমি চলতি মৌসুমে ১৯ কাঠা জমিতে ফুলকপি ও বাঁধাকপির চাষ করেছি। ব্যয় হয়েছে ১৫-১৬ হাজার টাকা। অসময়ে বৃষ্টিপাতের কারণে ফসল তৈরি করতে অনেক কষ্ট করতে হয়েছে। ফুলকপিতে পচন রোগ ধরছে।’ এরপরও যতটুকু বিক্রি করেছি ভালো দাম পাচ্ছি। ফুলকপি জমি থেকেই ৫০ টাকা কেজি দরে বিক্রি করছি। নারায়ণপুরের কৃষক ফরিদ মিয়া জানান, অসময়ে বৃষ্টি ও আবহাওয়ার প্রতিকূলতার কারণে লোকসানের মুখে পড়ছেন তিনি। বিন্নাবাইদের এক কৃষক বলেন, আগাম জাতের শিম ও টমেটো চাষ করেছি। উৎপাদনও ভালো হয়েছে। সামান্য কিছু বিক্রি করেই পূঁজি উঠিয়ে ফেলেছি। আশা করছি এবার খুব ভালো টাকা উপার্জন করতে পারবো। ভাবলার কৃষক ওসমান গণি জানান, আগাম জাতের লাউ আর বেগুন উৎপাদন করে চড়া দামে বিক্রি করতে পেরে দারণ খুচি আমি। এখনও যে পরিমাণ লাউ আর বেগুন ধরছে ক্ষেতে তাতে আমি যথেষ্ট টাকা পাব। উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, শীতের নতুন সবজি বেগুন ৫০ টাকা, ফুলকপি ৮০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, মুলা ৪০ টাকা, শিম ৮০-১০০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, পালংশাক ৪০ টাকা, গাঁজর ১০০ টাকা, টমেটো ১২০-১৫০ টাকা ও শসা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা নাজিম উর রউফ খান বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার আগাম শীতকালীন সবজি চাষ বৃদ্ধি পেয়েছে। তবে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে এ চাষ সফল করার লক্ষ্যে কৃষকদের মধ্যে উন্নত জাতের বীজ, সার ও কীটনাশক সরবরাহ নিশ্চিত করা হয়েছে। তাছাড়া কৃষিব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের কৃষি ঋণ পেয়ে কৃষকরা আরো আগ্রহী হচ্ছে এ আগাম জাতের সবজি চাষে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com