নরসিংদীর বেলাব উপজেলার আওয়ামীলীগের রাজনীতির এক উজ্জ্বল মুখ খোকন মাহমুদ নির্ঝর। ঝিমিয়ে পড়া নতুন পুরাতনে বিভক্ত আওয়ামীলীগকে একত্রিত করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনের এমপি, এ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের হাতকে শক্তিশালী করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তিনি। বেলাব উপজেলার উপজেলার প্রতিটি ইউনিয়নের মানুষের কাছে তিনি অত্যন্ত সুপরিচিত ও প্রিয় মুখ। ঢাকা উত্তর আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য খোকন মাহমুদ নির্ঝর আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতাদের নিকটও সুপরিচিত। বেলাব উপজেলার আওয়ামীলীগের প্রতিটি অনুষ্ঠানে, কর্মসূচিতে তার সরব উপস্থিতি লক্ষ্যণীয়। ঐতিহ্যবাহী এ আওয়ামীলীগ দলটির দুঃসময়ে নিজেকে উজার করে দিয়েছেন। উপজেলায় সবসময়ই বঙ্গবন্ধুর স্মরণে জাতীয় শোক দিবসে নিজ অর্থায়নে কর্মসূচি, কাঙ্গালি ভোজ, প্রতিষ্ঠা বার্ষিকী, বিজয় দিবস, স্বাধীনতা দিবস উদযাপন করেন। প্রায় প্রতিটি অনুষ্ঠানেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা ও উপজেলার শীর্ষ নেতৃত্ব ও বিপুল সংখ্যক ইউনিয়ন নেতৃবৃন্দ সহ স্থানীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে কর্মসূচি গুলো পালন করে থাকেন। সুন্দর ব্যবহার আর মেধাবী নেতৃত্ব তাকে অনন্য করে তুলেছে। সাধারণ মানুষের মুখে এ মহুর্তে বেলাববাসীর এই নেতার নামই শোনা যায়। মানুষের বিপদে আপদে, দলীয় নেতা-কর্মীদের বিপদে তিনি সর্বদাই পাশে থাকেন। প্রচার বিমুখ এ নেতা বহু মানুষকে নগদ অর্থ, ত্রাণসামগ্রী, কাপড়, শীতবস্ত্র দান করেছেন। তিনি শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠনসহ অসংখ্য প্রতিষ্ঠান নির্মাণ ও পরিচালনায় আর্থিক ও লোকবল দিয়ে অব্যাহতভাবে সাহায্য করছেন। অসাম্প্রদায়িক চেতনার এই নেতা বেলাবকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে চান। তিনি বলেন, আমার কাছে আদর্শ বড়। আমি নতুনদের দলে আগমনকে খারাপ চোখে দেখিনা তবে তাদের নিয়ে বাড়াবাড়ি করে পুরাতন নিবেদিতপ্রাণ আওয়ামী সৈনিকদের দূরে রাখার পক্ষে আমি নই? মহান নেতা বঙ্গবন্ধুর আদর্শে গড়া জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের সম্মানজনক স্থানে পৌঁছে যাওয়া আওয়ামীলীগের ঢাকা উত্তর আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী কমিটির একজন সদস্য ও বেলাববাসীর আওয়ামীলীগের আস্থাভাজন ব্যক্তি হতে পেরে সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি কিছু পাই বা না পাই আপনাদের পাশে থাকব। উপজেলার কয়েকজন আওয়ামীলীগ কর্মী জানান, উনার ডায়নামিক নেতৃত্বে আমরা স্বস্তিতে আছি।