২০২১-২২ অর্থ বছরে খরিফ-২/ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার সদর উপজেলা পরিষদের আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন অডিটোরিয়ামে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জামালপুর সদর। জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল ইসলাম। জানা যায়, সদর উপজেলার ১৪০জন কৃষকের মাঝে প্রত্যেককে ৫কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়।