গাজীপুরের কালীগঞ্জ ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় বীর শহীদ ময়েজউদ্দিন এর ৩৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সোমবার সকালে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেছেন। কেন্দ্রীয় কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। এ সময় উপস্থিত ছিলেন-গাজীপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি, গাজীপুর মহানগর আ’লীগের সভপতি এ্যাড আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিক, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান রিনা পারভীন, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড আশরাফি মেহেদী হাসান, উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, পৌর মেয়র এস এম রবিন হোসেন, উপজেলা আলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযুদ্ধা আব্দুল মতিন সরকার, সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন প্রধান, অর্থ বিষয়ক সম্পাদক শরিফ হোসেন কনক, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান, ইউপি চেয়ারম্যান গাজী সারওয়ার হোসেন, এস এম আলমগীর হোসেন, শাহাবুদ্দীন আহমেদ, আতিকুর রহমান ফারুক আকন্দ, ওয়ালী উল্লাহ অলি প্রমূখ। পরে উপজেলার মোক্তারপুর ইউনিয়ন আ’লীগের আয়োজনের নোয়াপাড়া শহীদ ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এস এম আলমগীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। পরে দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথী মেহের আফরোজ চুমকি এমপি বলেন- জানিনা আপনাদের পাশে থেকে ভালো কাজ করতে পেরেছে কিনা। পথটা খুব দুর্বল খুব কঠিন। জাতির জনক বঙ্গবন্ধু কে কেন হত্যা করবে। যে মানুষটা দেশের জন্য আন্দোলন সংগ্রাম করে গেছেন সারাটি জীবন। একটি স্বাধীন দেশ দিয়েছেন, একটি স্বাধীন পতাকা দিয়েছেন। হাজারো সংগ্রাম করে জীবনটা শেষ করে দিয়েছেন। কিন্তু সাড়ে তিন বছরের মাথায় সপরিবারে তাকে হত্যা করল। এমনকি জিয়াউর রহমান ও এরশাদ তারা সংবিধানকে পায়ের তলে দাবিত করেছে।