ফরিদপুরের নগরকান্দায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম জমাদানের শেষ তারিখ ছিলো ১৭ অক্টোবর রোজ রোববার। শেষ দিনসহ মোট নয়টি ইউনিয়নে চুড়ান্ত ভাবে ৫১ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন ফরম নির্ধারিত রিটার্নিং কর্মকর্তাদের নিকট জমা দেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ৮৪ জন এবং সাধারণ সদস্য পদে ২৮৭ জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে নগরকান্দার নয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নয়টি ইউনিয়নে কতোজন চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য এবং সাধারণ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ইউনিয়ন ভিত্তিক দেওয়া হলো কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন, সাধারণ সদস্য পদে ৩৪ জন, তালমা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত নারী সদস্য ১২ জন, সাধারণ সদস্য পদে ৩৪ জন, রামনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন, সাধারণ সদস্য পদে ৩১ জন, চরযশোরদী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ২৯ জন, পুরাপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৮ জন, সাধারণ সদস্য পদে ৩৮ জন, ডাঙ্গী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন, সাধারণ সদস্য পদে ৩৪ জন, কাইচাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন, সাধারণ সদস্য পদে ২৯ জন, লস্করদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন, সাধারণ সদস্য পদে ৩১ জন এবং ফুলসুতি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন, সাধারণ সদস্য পদে ২৭ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছে।