গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, গণতন্ত্রের মৃত্যু হয়েছে। কিন্তু কবর দেওয়ার জায়গা খুঁজে পাচ্ছে না। তাই তারা জিয়াউর রহমানে কবরটা খুঁজে নেয়ার চেষ্টা করছে। গত রবিবার (২২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় শ্রমিক জোটের সাবেক সভাপতি মোহাম্মদ শাহজাহান-এর ২৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। পীরগঞ্জের হামলার কথা উল্লেখ করে জাফরুল্লাহ বলেন, স¤প্রতি যে ঘটনাটা ঘটেছে, কোথাও কি আমাদের মুখ দেখানোর জায়গা আছে? এই লজ্জা কোথায় রাখি? আমি সেখানে গিয়ে পানি খেতে চেয়েছিলাম, একটা গ্লাসও নেই পানি খাবার। এমন ভাবে ভেঙেছে, লুটপাট করেছে। তারা বলছিল, মা (শেখ হাসিনা) আসেননি, আজকে মা এসে দাঁড়ালে সাহস পেতো তারা। তিনি আরও বলেন, আমাদের আবার নামতে হবে। এবারে গতবারের মত খেলা খেলতে দেওয়া যাবে না। আমদের রাস্তায় নামতে হবে। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন তালুকদার, জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেসবাহউদ্দীন আহমেদ, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সভাপতি মোশারফ হোসেনসহ আরও অনেকে।