নরসিংদী মনোহরদীর শুকুন্দী ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রত্যাশী তৌহিদুল আলম এগিয়ে রয়েছেন প্রচার-প্রচারণায়। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিলে মনোহরদী উপজেলার ইউনিয়নগুলোর নাম না থাকলেও থেমে নেই প্রচার-প্রচারণা। প্রতিটি ইউপিতেই বিরাজ করছে নির্বাচনী আমেজ। বিএনপি নির্বাচনে অংশ না নেয়ায় আওয়ামীলীগ হতে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা মাঠ চষে বেরাচ্ছেন ভোটারদের মন জয় করতে। চালিয়ে যাচ্ছেন মোটর সাইকেল শোডাউন, গণসংযোগ, ঊঠান বৈঠকসহ বিভিন্ন প্রচার-প্রচারণা। ইতোমধ্যে চোখে পড়ার মত প্রচার-প্রচারণা চালাচ্ছেন শুকুন্দী ইউপিতে আওয়ামীলীগ হতে দলীয় মনোনয়ন প্রত্যাশী তৌহিদুল আলম। তিনি এ ইউনিয়নের বালিয়াকান্দা গ্রামের মৃত. মো. মোসলেহ উদ্দিনের বড় ছেলে। প্রতিদিন সকাল থেকে রাত অবধি তিনি দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে যাচ্ছেন প্রতিটি বাড়ী-বাড়ী। খোঁজ-খবর নিচ্ছেন ও কুশল বিনিময় করছেন ভোটারদের সাথে। কথা বলছেন তৃনমূল নেতাকর্মীদের সঙ্গে। তৃনমূল এবং ভোটারদের সমর্থনও পাচ্ছেন বেশ। তৌহিদুল আলম ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। তিনি শুকুন্দী ইউনিয়ন ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মনোহরদী সরকারী কলেজ ছাত্র সংসদের ছাত্র মিলনায়তন সম্পাদক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মনোহরদী উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তৌহিদুল আলম জানান, বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে সমাজসেবামূলক বিভিন্ন কাজ করে যাচ্ছি। আমি প্রতিহিংসা নয় প্রতিযোগীতার রাজনীতিতে বিশ্বাসী। অতিমারী করোনাকালে নিজের পরিবার পরিজনের কথা না ভেবে আমার ইউনিয়নের মানুষকে সচেতন ও সহযোগীতা করতে বাড়ীবাড়ী গিয়ে হতদরিদ্রদের মাঝে ত্রাণ এবং করোনা সামগ্রী পৌছে দিয়েছি। আশাকরি ইউপি চেয়ারম্যান পদে দল আমাকে মনোনয়ন দিবে। মানুষের ভালোবাসা যেভাবে পাচ্ছি মনোনয়ন পেলে জয়ের ব্যাপারেও শতভাগ আশাবাদী।