শেরপুর শহর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রাতে শিংপাড়াস্থ শেরপুর জেলা বিএনপির বাসভবনে এ সভার আয়োজন করেন নব-গঠিত শহর বিএনপি নেতৃবৃন্দ। বর্ধিত সভায় শহর বিএনপির আহ্বায়ক কমিটি ও ৯টি ওয়ার্ড এবং মহল্লা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বর্ধিত সভার শুরুতে নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান। একই সাথে কমিটির অন্যান্য যুগ্ন আহ্বায়কসহ সদস্যগণদের শুভেচ্ছার জানানো হয়। এ উপলক্ষে বর্ধিত সভায় শহর বিএনপির আহ্বায়ক প্রভাষক মামুনুর রশীদ পলাশ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল। শহর বিএনপির সদস্য-সচিব আবু রায়হান রুপন এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক কারাবরণকারী নেতা আলহাজ্ব হযরত আলী। এসময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মো. সিরাজল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল আওয়াল চৌধুরী প্রমুখ। আলোচনা শেষে শহর বিএনপিকে গতিশীল করার লক্ষে উপস্থিত নেতাকর্মীদের উন্মুক্ত মতামত চাওয়া হয়। এতে তারা আগামীর আন্দোলন সংগ্রামে রাজপথে পরীক্ষিত কর্মীদের প্রথমে কমিটিতে মূল্যায়ন দাবি করেন। পকেট কমিটি যেন কোন ভাবেই না হয় সেদিকে সজাগ দৃষ্টি কামনা করা হয়। এসময় শেরপুর শহর বিএনপির নব-গঠিত কমিটির যুগ্ন আহ্বায়ক বৃন্দ, জেলা ছাত্রদল, সদর উপজেলা যুবদল, শহর যুবদল, শহর সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।