শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:২১ অপরাহ্ন

গলাচিপায় ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত

মু. খালিদ হোসেন মিল্টন গলাচিপা (পটুয়াখালী) :
  • আপডেট সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১

বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এই প্রদিপাদ্যের আলোকে গলাচিপা উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ আয়োজিত সমবায় দিবসে আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীত এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন পটুয়াখালী ১১৩, ৩ আসনের মাননীয় সংসদ সদস্য এস, এম, শাহজাদা। সমবায় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারুণ্যের অহংকার উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ। পতাকা উত্তোলন শেষে সমবায়ীদের নিয়ে উপজেলা পরিষদ হলে সকাল ১০ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপজেলা কমিটির সহ-সভাপতি হাজী মজিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখে উপজেলা সমবায় অফিসার মোঃ কামরুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন অফিসার মাহবুব হাসান শিবলী, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন ও সমবায়ীদের মধ্যে উত্তম কুমার নন্দী ও গাজী শাহজাহান মিয়া বক্তব্য রাখেন। উল্লেখ্য উপজেলা ২ শত ৭৩ টি সমিতির সদস্য সদস্যারাসহ সরকারি কর্মকর্তা, সুধীর ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহন করে। সভায় প্রধান অতিথি সমবায়ীদের উদ্দেশ্যে বলেন, মানুষ ব্যক্তির প্রয়োজনে নিজস্ব উদ্যোগ নিয়ে স্থানীয় মানুষে সমন্বয় সমবায়ের মাধ্যমে উৎপাদন ও উন্নয়ন করতে পারে। তিনি আরও বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান দেশের বেকার যুবক যুবতীদের সকল উন্নয়ন কাজে সমন্বিতভাবে কাজ করে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ভূমিকা রাখবে। তিনি বলেন, দশের লাঠি একের বোঝা এবং দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ, বঙ্গবন্ধুর এই দর্শনকে সমবায়ীদের চিন্তা করে দেশকে এগিয়ে নেওয়ার আহবান জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com